সিরাজগঞ্জে হবিবর রহমান হবি হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড

মোঃ লুৎফর  রহমান লিটন সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জের কাজীপুরে হবিবর রহমান হবি হত্যা মামলায় ৬ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেককে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার (২৯ জুন/২৫) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২ এর আদালতের বিচারক কানিস ফাতিমা এ রায় প্রদান করেন।
আদালতের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট গোলাম সরোয়ার খান নাবাব ও পেশকার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, মামলার ৭ জন আসামির মধ্যে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার মৃত পচা শেখের ছেলে জুড়ান শেখ, মৃত সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, মৃত অসীম খার ছেলে কুড়ান খা, শাহ আলীর স্ত্রী ফুলমালা, জুড়ান শেখের স্ত্রী লাভলী ও ছেলে আমির হোসেন।
মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, হবিবর রহমানের (নিহত) স্ত্রী মৃত্যুবরণ করায় পাশ্ববর্তী তার মেয়ের বাড়িতে খাওয়া দাওয়া করতো। ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে খাবার খেয়ে নাতী মেহেদী হাসান শুভ কে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে এসে পৃথক ঘরে ঘুমিয়ে পড়েন হবিবুর রহমান। সকালে নাতী শুভ ঘুম থেকে উঠে নানাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজি শুরু করেন। পরে বিষয়টি তার মাকে জানালে তারাও খোঁজাখুঁজি করেন।
এক পর্যায়ে ২০১৪ সালের ২ অক্টোবর বিকেলে বাড়ির পাশ্বর্তী নীচু ফসলী জমিতে পানির মধ্যে তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে তার মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিবার জানতে পারে হবিবর রহমান প্রতিবেশি ফুলমালা খাতুনের বাড়ীতে গোপনে যাতায়াত করতেন। এতে আশপাশের লোকজন সন্দেহ করে মাঝে মধ্যে তাদের সমালোচনা করতেন। এই আক্রোশে ফুলমালা খাতুন সহ আসামীরা হবিবরকে শ্বাসরোধে হত্যা করেছেন। এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ফুলমালা সহ ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কাজীপুর থানায় মামলা দায়ের করেন।
মামলা তদন্ত শেষে পুলিশ ৭ জনের বিরুদ্ধে ২০১৫ সালের ২৭ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলা চলাকালে ২০ জনের স্বাক্ষ্য গ্রহন করে আদালত। দীর্ঘ সময় স্বাক্ষ্য প্রমান শেষে আজ ৬ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *