সিলেটে হঠাৎ বাড়ছে চাল ও সবজির দাম

রুমন সিলেট প্রতিনিধি : সিলেট বিভাগে হঠাৎ করে বাড়ছে চাও সবজির দাম। কোরবানি ঈদের পর থেকে বেশ কিছু দিন সবজিসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম স্থিতিশীল ছিল। গত সপ্তাহে কেজি প্রতি প্রায় ৮ টাকা  বেড়েছে চালের দাম। দুই দিন ধওে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। ফলে উবে যাচ্ছে কাঁচাবাজারে  ক্রেতার স্বস্তি।

রোববার (২৯ জুন) সকালে সিলেটর বন্দরবাজার, লালবাজার, শিবগঞ্জ, আম্বরখানা, কদমতলি, ভার্থখলা বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে।
ঈদের পর এখন খুচরা বাজারে চালের দাম বাড়ছে। খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, দেশের প্রত্যন্ত এলাকার  মোকাম গুলোতেই চালের দাম বেড়েছে। সিলেট ব্যবসায়ীদের দাবি, চালকল মালিকরা ঈদের পর কারবার চাঙা হওয়ায় এই দাম বাড়িয়েছেন।

গত সপ্তাহ পর্যন্ত বিভিন্ন মিলগেটে ৫০ কেজির বস্তাপ্রতি চালের দাম ২৫০ টাকা পর্যন্ত বেড়েছিল। এ সপ্তাহে আরও প্রায় দেড়শ টাকা পর্যন্ত দাম বাড়ার তথ্য জানিযেছেন খুচরা বিক্রেতারা। সব মিলে ঈদের পর প্রতি বস্তা চালের দাম সর্বোচ্চ ৪০০ টাকা পর্যন্ত বেড়েছে।
যে কারণে ঈদের আগের চেয়ে এখন প্রতিকেজি চাল মানভেদে ২ থেকে ৮ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে। এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল (বিআর-২৮, পারিজা) মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকা দরে। সরু চালের মধ্যে জিরাশাইলের কেজি ৭৪ থেকে ৮০ টাকা এবং মিনিকেট ৭৬ থেকে ৮৪ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৬ টাকা কেজিতে।

যদিও বেড়েছে প্রায় অন্যান্য সব ধরনের সবজির দাম। সোবহানীঘাট বাজারে সবজি বিক্রেতা আলমগীর  হোসেন বলেন, প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা কেজি প্রতি বেড়েছে।
আরও কয়েকটি বাজার ঘুরে  দেখা গেছে, এখন বরবটি, কাকরোল, উস্তা কেজি প্রতি ৮০-১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া পেঁপে, পটল, ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আর ঝিঙা, চিচিঙা কেজি প্রতি ৬০ থেকে ৮০ টাকার মধ্যে চাইছেন বিক্রেতারা। তবে ভ্রাম্যমাণ দোকানে দাম কিছুটা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *