কালাইয়ে সুষম সার ব্যবহারে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের কালাই উপজেলায় আলু চাষীদের সুষম সারের ব্যবহারে অবহিতকরণ এবং তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি বিষয়ক কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার(৪অক্টোবর)দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, মিনফুজুর রহমান মিলন,সহকারী কমিশনার (ভূমি)জান্নাতুল ফেরদৌস, জেলা প্রশিক্ষণ অফিসার এনামুল হক, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়, পৌর মেয়র রাবেয়া সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান।

এছাড়া ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর আলী ,পুনুট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদ্দুস ফকির, বীর মুক্তিযোদ্ধা মুনিশ চৌধুরী, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মিসেস রত্না রশিদ, প্রমুখ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি অফিসার ও কৃষকরা সমাবেশে উপস্থিত ছিলেন।

কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আবিদ আব্দুল্লাহ এ অনুষ্ঠান পরিচালনা করেন।

সার্বিক সহযোগিতায় ছিলেন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ এর মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প।

Leave a Reply

Your email address will not be published.