বগুড়ার বিসিকে নৈশপ্রহরী নিহত ট্রাকচালক গ্রেফতার

বগুড়া জেলা প্রতিনিধি, সিফাত আল বখতিয়ার: বগুড়ায় বিসিক শিল্পনগরীতে নৈশপ্রহরীকে ট্রাকচাপায় হত্যা ও ঘটনার আলামত ধ্বংসের অভিযোগে এজাজুল ইসলাম আপেল (২৫) নামে এক ট্রাক চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে সোনাতলা উপজেলার খোড়াডাঙ্গা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এজাজুল ইসলাম আপেল ওই গ্রামের বেলাল মন্ডলের ছেলে এবং বালু পরিবহনের ড্রাম ট্রাকের চালক।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিল্পনগরীর ভিতরে শাওন ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানের সামনে থেকে আব্দুল বাসেদ (৪০) নামে এক নৈশপ্রহরীর মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় বাসেদের ছেলে রাজিব মোল্লা বাদি হয়ে অজ্ঞাত নামে মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহিনুজ্জামান।

এজাহারের তিনি জানান, বিসিকে বালু ফেলে মাঠ ভরাটের কাজ চলছিল। এ উদ্দেশ্যে সোমবার রাতে আপেল ট্রাকে করে বালু নিয়ে আসেন। কিন্তু অসাবধানতাবশত ট্রাকের নিচে চাপা পড়ে আব্দুল বাসেদ ঘটনাস্থলেই মারা যান। এরপর আপেল মরদেহ সেখান থেকে সরে নিয়ে পাশের একটি ঝোপের ধারে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনাগুলো জানতে পারি এবং ট্রাক চালককে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published.