বাংলাদেশের মানুষের জীবন যাত্রা হবে পশ্চিমা দেশের মত সুন্দর এই “পেনশন ব্যবস্থায়”

কালের সংবাদ ডেস্কঃ  “কেও খাবে কেও খাবেনা তা হবেনা” সর্বজনীন পেনশন ব্যবস্থার উদ্বোধন এই ব্যবস্থার লক্ষ্য হলো- দেশের ১৮ বছরের বেশি বয়সী নাগরিকদের এর আওতায় নিয়ে আসা।

৬০ বছর বয়স হওয়ার পরে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন।

”বহু পয়সা দিয়ে সরকারী চাকরিতে যোগদানের দিন শেষ”

পেনশন ব্যবস্থার বয়সসীমা প্রাথমিকভাবে ৫০ বছর নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরে তা সংশোধন করা হয়। ৫০ বছরের বেশি বয়সীরাও টানা ১০ বছর ধরে কিস্তিÍ পরিশোধের পরে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

প্রগতি স্কিমটি বেসরকারি খাতের চাকরিজীবীদের জন্য,স্ব-কর্মে নিযুক্ত লোকদের জন্য সুরক্ষা, প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রবাসী এবং দেশের নিম্ন্ন আয়ের জনগোষ্ঠীর জন্য সমতা স্কিম প্রযোজ্য হবে।

যেভাবে অংশ নেবেন: চারটি স্কিমে ব্যক্তির ৬০ বছর পূর্ণ হলে মিলবে এই সুবিধা।

স্কিম চারটি হলো- প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘প্রবাস’,
বেসরকারি কর্মচারী-প্রতিষ্ঠানের জন্য ‘প্রগতি’,
স্বকর্ম ও অ-প্রাতিষ্ঠানিক কর্মীর জন্য ‘সুরক্ষা
এবং স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য ‘সমতা’।

এসব স্কিমে অংশ নিতে পেনশন কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রবেশ করে পেনশনার হিসেবে নিবন্ধন করতে হবে।

নিবন্ধন করার জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং ই- মেইলে আইডিসহ বিস্তারিত তথ্য দিতে হবে।

এছাড়া এসব পেনশন স্কিমে অংশ নিতে সুবিধাভোগীকে মাসিক ভিত্তিতে চাঁদা দিতে হবে।

মাসিক চাঁদা ধরা হয়েছে সর্বনিম্ন্ন ১ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা।

পেনশন সুবিধা পেতে কমপক্ষে ১০ বছর চাঁদা দিতে হবে।

পাস হওয়া ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ অনুযায়ী, ১৮ বছর থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক নির্ধারিত হারে চাঁদা পরিশোধ করে ৬০ বছর পূর্তির পর আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবে।

বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীরা এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন। এ ছাড়া বিশেষ বিবেচনায় ৫০ বছরের বেশি বয়সীরাও নিরবচ্ছিন্ন ১০ বছর চাঁদা পরিশোধ করে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

আজীবন বলতে পেনশনারের বয়স ৭৫ বছর পর্যন্ত বিবেচনা করা হয়েছে। তবে পেনশনে থাকাকালীন ৭৫ বছর পূর্ণ হওয়ার আগে কেউ মারা গেলে তার নমিনি মাসিক পেনশন প্রাপ্য হবেন। এছাড়া চাঁদাদাতা কমপক্ষে ১০ বছর চাঁদা দেয়ার আগে মারা গেলে তার জমা করা অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেয়া হবে।

সব নাগরিককে পেনশনের আওতায় আনতে গত ২৪শে জানুয়ারি সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২৩’ পাস হয়।

Leave a Reply

Your email address will not be published.