বিদ্যুত উৎপাদনের সমস্যার সমাধান হতে চলেছে কয়লা বিদ্যুৎকেন্দ্রের

কালের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ-ভারত মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন অব্যাহত রয়েছে। এক মাসের কয়লা মজুতের মধ্যে তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য আরও ২৬ হাজার ৬২০ টন কয়লা নিয়ে মোংলা বন্দরের আউটার এ্যংকোরেজে ভিড়েছে চীনের পতাকাবাহী জাহাজ  ‘এমভি জে হ্যায়’। ইন্দোনেশিয়া থেকে ছেড়ে আসা জাহাজটি গতকাল ভোর ৫টায় মোংলা বন্দরের পশুর চ্যানেরের হাড়বাড়িয়ার-১১ নম্বর বয়ায় নোঙ্গর করে।

চীনের এই জাহাজটি থেকে খালাসকৃত কয়লা লাইটার জাহাজে করে রামপাল মৈত্রী তাপ বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব জেটিতে নেয়া হচ্ছে।

কয়লা সংকটে এই বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার দুঃসংবাদের মধ্যে রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের জন্য সুখবর নিয়ে গতকাল ভোরে মোংলা বন্দরে ভিড়েছে চীনের পতাকাবাহী ‘এমভি জে হ্যায়’ নামে কয়লা বোঝাই আরও একটি জাহাজ।

 

Leave a Reply

Your email address will not be published.