বিপাকে চামড়া নিয়ে মাঠ পর্যায়ের ব্যাবসায়ীরা

কালের সংবাদ ডেস্কঃ সরকার কোরবানির পশুর চামড়া প্রতি বর্গফুট হিসাবে দাম নির্ধারণ করে দিলেও এবছরও মাঠ পর্যায়ে কার্যকর হয়নি।

ব্যবসায়ীদের অভিযোগ বসিয়ে দিয়েছেন ঢাকার ট্যানারি মালিকরা। করোনা শুরুর আগের বছর থেকে ঢাকার ট্যানারি মালিকরা চামড়া কিনে ঠিকমতো টাকা পরিশোধ করেননি। বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করলেও সব পুঁজি রয়ে গেছে ট্যানারির মালিকদের কাছে। এর বিপরীতে মৌসুমি ব্যবসায়ীদের হাতে টাকা থাকায় তারা অনেক বেশি চামড়া সংগ্রহ করতে পেরেছেন।

তারা বলেন, যে দামে তারা সংগ্রহ করেছেন, বিক্রি করতে গিয়ে সে দাম পাচ্ছেন না। এদিকে, চামড়া বিক্রেতারা দাবি করেন, তারা গরুর চামড়ার আশানুরূপ দাম পাননি। আর ছাগলের চামড়া বিনা মূল্যে দিয়ে দিয়েছেন।

ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচের কারণে চামড়া সংগ্রহে খরচ পড়েছে বেশি। এছাড়া লবণের দাম বেড়ে যাওয়ায় লবণ সংরক্ষণে বেশি খরচ পড়ছে বলে জানান ব্যবসায়ীরা।

 

Leave a Reply

Your email address will not be published.