ভাঙ্গুড়ায় আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক বৃক্ষ রোপন

সিরাজুল ইসলাম আপন, ক্রাইম রিপোর্টার (পাবনা): প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পাবনার ভাঙ্গুড়ায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ফলজ, বনজ এবং ভেষজ প্রকৃতির গাছের চারা রোপণ করা হয়েছে।

সোমবার (১৯ জুন) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ অভিযান-২০২৩ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল, উপজেলা প্রশিক্ষক (টিআই) সামিউল ইসলাম, মহিলা প্রশিক্ষক মোছাঃ খায়রুন্নাহার, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার সাখাওয়াত হোসেন, বিভিন্ন ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published.