রাজধানীতে কোরবানির পশুর বেচা-বিক্রি

কালের সংবাদ ডেস্কঃ কোরবানির পশুর দাম অত্যধিক বেশি।

কারণ বিক্রেতারা বলছেন, পশুর খাবার বাড়তি দামে বিক্রি হওয়ায় বেশি দাম।

ক্রেতারা অনেকেই যাচ্ছেন ঘুরে। ঈদের আগের দিন শেষ মুহূর্ত পর্যন্ত দাম কমার অপেক্ষা করবেন।

রাজধানীতে জমে উঠেছে সব থেকে বড় পশুর হাট। বিক্রিও বেড়েছে বেশ। সাধারণত ঈদের আগের দিন বেশী বিক্রি হয় কোরবানির পশু।

গরু পালনের খরচ বেশি। এইজন্য ই দাম বেশি চাওয়া হচ্ছে। আগে যে ভুসির বস্তা ছিল ৩০০/৩৫০ টাকা। ঐ বস্তা এখন কিনতে হয় হাজার টাকায়। আগে বাড়ির বাইরে গেলেই ঘাস পাওয়া যেতো এখন চাষ করতে হয়। অনেক গরুর রোগ হয়েছে। ডাক্তারের পিছনে প্রতিটা গরুর জন্য খরচ হয়েছে কয়েক হাজার টাকা। এখন ভালো দামে না বিক্রি হলে পথে বসতে হবে।

মরুর প্রাণী উটও শোভা বাড়াচ্ছে বাজারে। বড় পশুর বিক্রি একেবারেই কম।

Leave a Reply

Your email address will not be published.