YouTube (ইউটিউব) কঠোর পদক্ষেপ

কালের সংবাদ আন্তর্জাতিক ডেস্কঃ  অ্যাডব্লকার ব্যবহারকারীদের ব্যাপারে ইউটিউব কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে।

বিজ্ঞাপন ছাড়া বিনামূল্যে ইউটিউবে ভিডিও দেখার কোনো উপায় আর থাকছে না। যারা সব সময় অ্যাডব্লকার ব্যবহার করেন তাঁদের হয় টাকার বিনিময়ে প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে হবে, নয়তো ভিডিও দেখারই সুযোগ থাকবে না।

প্রযুক্তি বিষয়ক সংবাদ মাধ্যম দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাডব্লকারদের বিরুদ্ধে ইউটিউব কর্তৃপক্ষ এমন কঠোর অবস্থানে যাচ্ছে।

বারবার বিজ্ঞাপন ব্লকিং অ্যাপ ব্যবহার সনাক্ত করলে ইউটিউব সেই ভিউয়ারের ভিডিও প্লেব্যাক বন্ধ করে দিতে পারে।

গুগলের মুখপাত্র ওলুওয়া ফালোডুন ই–মেইলের মাধ্যমে দ্য ভার্জকে জানিয়েছেন, অ্যাডব্লকার সনাক্ত করে পদক্ষেপ নেওয়ার বিষয়টি নতুন নয়।

অ্যাডব্লকার ব্যবহাকারীদের জন্য ইউটিউবে প্লেব্যাক বন্ধ করার পদক্ষেপটাই আমরা খুব গুরুত্ব সহকারে দেখছি। শুধু সেই ভিউয়ারের ক্ষেত্রে এটি করা হবে যারা বারবার অনুরোধ করা সত্ত্বেও অ্যাডব্লকার নিষ্ক্রিয় করবেন না।

যদি ভিউয়ার মনে করেন, ভুলভাবে তাঁকে ফ্ল্যাগ করা হচ্ছে তাহলে তিনি প্রদেয় লিঙ্কে ক্লিক করে তাঁর প্রতিক্রিয়া শেয়ার করতে পারবেন।’

বিনা খরচে ব্যবহারের প্ল্যাটফর্ম ইউটিউব তার কনটেন্ট ক্রিয়েটরদের পুরস্কৃত করতে ভিউয়ারেদর বিজ্ঞাপন দেখানোর ন্যায্যতা প্রতিষ্ঠার পথেই এগোচ্ছে। ইউটিউবের বিবৃতিতে বলা হয়েছে, তাদের এই বিজ্ঞাপন দেখানোর মডেলটিই কনটেন্ট ক্রিয়েটরদের একটি বৈচিত্র্যময় ইকোসিস্টেম দিচ্ছে। এর কল্যাণেই কোটি কোটি মানুষকে বিশ্বব্যাপী বিনামূল্যে ইচ্ছেমতো কনটেন্ট দেখার সুযোগ করে দেওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন ছাড়া ভিডিও দেখতে হলে ইউটিউব প্রিমিয়াম সাবস্ক্রাইব করতে হবে। এর জন্য প্রতি মাসে খরচ হবে ১১ দশমিক ৯৯ ডলার। আর বছরে খরচ হবে ১১৯ দশমিক ৯৯ ডলার। এর সঙ্গে অফলাইন ডাউনলোড এবং ইউটিউব মিউজিক প্রিমিয়ামের মতো অন্যান্য সুবিধাও থাকবে।

Leave a Reply

Your email address will not be published.