ঈদুল আযহা উপেক্ষা করে কি বল্লেন পুলিশ সুপার যশোর

যশোর প্রতিনিধি, আশিকুল ইসলাম: আর কিছু দিন বাকি ঈদের। ঈদে সাধারণ জনগণের যাতে সমস্যা না হয়। তার জন্য পুলিশ সুপার যশোর ২৫-০৬-২০২৩ রবিবার কার্যালয়ে বলেন। আইনশৃঙ্খলা আগের থেকে বারানো হয়েছে।

ঈদ কে উপলক্ষ্য করে যাতে পশু ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারে। তার জন্য জেলায় বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়ন করা হয়েছে। পাশাপাশি সুন্দরভাবে অল্প সময়ে পশু পরিবহন করতে পারে তার জন্য।

পশুবাহী পরিবহনের সামনে পশুর গন্তব্য/স্থান/পশুর হাটের নাম লিখে ব্যানার টানিয়ে রাখুন। কোরবানির পশুবাহী গাড়ি কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া গন্তব্যস্থল ব্যতীত কেউ কোথাও থামাতে পারবেনা। কেউ যদি থামাই তাহলে ৯৯৯ জাতীয় জরুরি সেরা ফোন করতে বলা হয়েছে। এবং এসময় চুরি ডাকাতি বেশি ঘটে। রাতে বাজার ঘাট ব্যাংকও বিভিন্ন প্রতিষ্ঠানে নাইট গার্ড পাশাপাশি বেশি পুলিশ মোতায়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.