ঈশ্বরদীতে মাছ ধরার জালে আগুন

আশরাফুল আবেদীন, ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে এক ব্যক্তির মাছ ধরার জালে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী জাল মালিকের।

মঙ্গলবার (১১ জুলাই) গভীর রাতে পৌর শহরের সাঁড়া গোপালপুর ইরকন গেট (ইরকোন মাঠ) নামক স্থানে অগ্নি সংযোগের ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী জাল মালিক মাসুদ রানা বলেন, দেশে আমিষ এর চাহিদা মেটাতে ও পারিবারিকভাবে অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে আমি দীর্ঘদিন যাবত একটি পুকুরের লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। আমার লিজকৃত পুকুরের মাছ আহরণের জন্য আমি চল্লিশ হাজার টাকা মূল্যের একটি ব্যার জাল ক্রয় করি।

গত শনিবার (০৮ জুলাই) মাছ আহরণের পর ইরকোন মাঠে জালটি রোদে শুখানোর উদ্দেশ্য রেখে দেয়।

রবিবার (১২ জুলাই) সকালে গিয়ে দেখি আমার ক্ষতির উদ্দেশ্যে কে বা কারা আমার জালটি পুড়িয়ে দিয়েছে। পূর্ব কোনো শত্রুতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমার কোন শত্রু আছে কিনা এটা আমার জানা নেই তবে এর আগেও আমার ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এবং আমার একটি মোটরসাইকেলে বাড়ির সামনে থেকে চুরি হয়েছে।

জাল পুড়ানোর বিষয়ে ঐ এলাকার বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন জানান,সকালে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় দেখি মাঠের মধ্যে আগুনে পুড়ানো অবস্থায় একটি বড় জাল পড়ে আছে। পরে জানতে পারি জালটি মাসুদ রানার। তিনি আরো বলেন এভাবে মানুষের ক্ষতি করা উচিত নয়।

Leave a Reply

Your email address will not be published.