কমলনগরের ব্যাবসায়ীদের সিন্ডিকেট হয়রানির স্বীকার ক্রেতা সাধারন

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রান কেন্দ্র হাজির হাট বাজার কিছু অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীর দখলে । প্রতি দিনেই দেখা যায় কোন মিথ্যে অজুহাতে আলু, পেঁয়াজ, রসুন, চাল, ডাল, তেল, গ্যাস, কাঁচা তরকারি, মাছ, গরুর মাংস সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী সিন্ডিকেট করে নেই বলে মজুত রাখে কিছু অসাধু ব্যবসায়ী।এতে ভোগান্তিতে পড়ে ক্রেতা

সাধারন ।

অনুসন্ধানে পাওয়া যায় মাত্র কয়েক জন ব্যাবসায়ী দ্বারা এ সকল নিত্য প্রয়োজনীয় পন্যের বাজার দর নির্ধারণ করে এবং নির্ধারিত দামের কমে কেউ বিক্রি করে না। আড়ালে থাকা বড় ব্যাবসায়ীদের নির্ধারিত দর অনুযায়ী সব কিছু ক্রয় করতে হয় । বাজারে ব্যাবসায়ীদের বনিক সমিতি এবং বাজার পরিচলনা কমিটি থাকলেও এ ব্যাপারে কারো কোন মাথা ব্যাথা নেই।
সাধারন ক্রেতাগনেত বলেন, এই অসাধু ব্যবসায়ীগন সরকারের নির্ধারিত চার্ট অনুযায়ী কোন পন্য বিক্রি করতে দেখা যায়না ।

তাই ক্রেতা সাধারন এই অসাধু ব্যবসায়ীদের কে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারি কমিশনার(ভুমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মহাদয়ের হস্তক্ষেপ কামনা করেন ।

Leave a Reply

Your email address will not be published.