জয়পুরহাটে বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি চক্রের ৫ জনকে আটক

মোঃ মোকাররম হোসাইন, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ ২৭\\৩ জয়পুরহাটে ১০ কেজি তামার তারসহ বৈদ্যুতিক ট্রান্সফর্মার চুরি মামলায় চক্রের পাঁচ সদস্যকে গত রবিবার (২৫ জুন) গ্রেপ্তার করেছেন জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। জয়পুরহাট ও বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জেলা পুলিশ সূত্র নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া চক্রের পাঁচ সদস্য হলো, বগুড়ার দুঁপচাচিয়া উপজেলার ঘাটমাগুড়া বর্তমান) ও ঝাঝিরা (তালুস) (স্থায়ী) গ্রামের আব্দুর রহমানের ছেলে হামিদুল ইসলাম ওরফে বুলেট (২১), জয়পুরহাট সদর উপজেলার ধারকি (পাথারপাড়া) গ্রামের ওয়াজেদ আলী ওরফে তোরাফ এর ছেলে জুয়েল রানা (৩০), সোহেল (৩০), ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (১৯) ও সুহেলী লওদাপাড়া শ্যামপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শিপন হোসেন (২২)।

ডিবি পুলিশের ওসি শাহেদ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতরা তালিকাভূক্ত চোর এবং তাদের বিরুদ্ধে পূর্বে চুরিসহ একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এ ছাড়া আসামীদের বিরুদ্ধে ক্ষেতলাল থানা মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.