দালালের দৌরাত্ম্য বিআরটিএ তে

কালের সংবাদ ডেক্সঃ দালালের দৌরাত্ম্য বিআরটিএ তে মাসের পর মাস ঘুরে ভোগান্তি সহ্য করেও সেবা গ্রহীতারা পাচ্ছেন না কাঙ্ক্ষিত সেবা।

নতুন ড্রাইভিং লাইসেন্স পেতে ও রিনো কালে দীর্ঘসূত্রতা কাটছেই না। বারবার সময় দিয়েও কথা রাখতে পারছে না বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সিরিয়াল এগিয়ে দিতেও টাকা চায় দালাল।

সার্বিক বিষয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে জানতে চাইলে তারা নিজেরা জানেন না জানিয়ে, অন্য কর্মকর্তাকে দেখিয়ে দিয়েই দায় সারেন।

বিআরটিএ তে ঢুকলেই দালাল এসে দ্রুত ড্রাইভিং লাইসেন্স পাইয়ে দেওয়ার কথা বলে বিভিন্ন অঙ্কের টাকায় কাজ করে দিতে চায়।

ডেলিভারি কাউন্টারে সিরিয়াল ভঙ্গ করে দ্রুত লাইসেন্স পাইয়ে দিতে কিছু টাকা দালালদের অফার দিতে দেখা যায়।

বিআরটিএর মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের অর্থ নেওয়া, হয়রানি ও হেনস্তা করার অভিযোগে কয়েক দালালকে একমাস করে কারাদণ্ড দেয় কিছু দিন আগে। মিরপুর সার্কেল অফিসের ভেতরে ব্যাংকের সামনেসহ বিভিন্ন স্থান থেকে দালালদের আটক করে। এছাড়া বেশ কয়েকবার দুদক ও রাব অভিযান চালিয়েছে বিআরটিএ কার্যালয়ে।

Leave a Reply

Your email address will not be published.