মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে রহস্যজনক চেরু নামক এক ব্যক্তির ঝুলন্ত মরেদেহ উদ্ধার। দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের নারায়েন পুর গ্রামের আব্দুল খালেক (ওরফে চেরু) (৫৫) নামক এক ব্যক্তির ঝুলন্ত মৃত দেহ উদ্ধার করেছে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। ২৮ আগস্ট সোমবার নারায়ণপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শী কাছ থেকে জানা যায় আব্দুল খালেক (ওরফে চেরু) প্রায় নেশা করতেন এবং পারিবারিক কলহের জের লেগেই থাকতো হঠাৎ রাত ১টার সময় নিশা খেয়ে এসে স্ত্রীর সঙ্গে তর্ক বিতর্কে বের হয়ে আসে চেরু তাদের নিজ ঘরে টিনশেটের ভেতর পরনের লুঙ্গি ছিড়ে দড়ি বানিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে ৮ নং শংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান কাজ থেকে জানতে চাইলে তিনি জানান আসলেই বিষয়টা খুব দুঃখজন আমি সকাল ৮টার সময় খবর পাই তাৎক্ষণিক ছুটে আসি নারায়ণপুর গ্রামে এসে বিষয়টা দেখে থানায় খবর দেই। চেরু প্রায় নেশা করতো এবং তাদের পারিবারিক স্বামী-স্ত্রীর তর্ক বিতর্কে সে নাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃত আব্দুল খালেক ওরফে চেরুর ছেলে মোঃ মুক্তারুল ইসলাম প্রতিনিধিকে মুঠ ফোনে বলেন কিছুদিন ধরে আমার বাবার সাথে আমার চাচাদের জমি নিয়ে দ্বন্দ্ব চলতেছে আমি বাসায় থাকি না,আমি খবর পেয়েছি দুই দিন আগে আমার বাবাকে ধরে আমার চাচা মারধর করেছে। আজ এসে দেখি আমার বাবা ঝুলন্ত অবস্থায় লাশ হয়ে আছে। দিনাজপুর কোতয়ালী থানার এস আই কৃষ্ণ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আব্দুল খালেক ওরফে চেরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কিন্তু প্রকৃত কারণ কি ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।ময়নাতদন্তে পর সত্যতা জানা যাবে।