বদলগাছিতে মাদ্রাসা ছাত্র সাকিবুল হত্যার মূল রহস্য উদঘাটন-আটক ৪ জন

বুলবুল আহমেদ (বুলু), বদলগাছি নওগাঁঃ  নওগাঁর বদলগাছিতে নিখোঁজের এক সপ্তাহ পর মাদ্রাসা ছাত্র (কিশোর ভ্যানচালক)সাকিবুল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধারের দুই দিন পর হত্যা কান্ডের ঘটনায় চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় তাঁদের চারজনকে গ্রেপ্তার করে বদলগাছি থানা পুলিশ। তাঁদের কাছ থেকে নিহত কিশোরের মুঠোফোন ও তার ভ্যানের চারটি ব্যাটারি জব্দ করে। দুর্বৃত্তরা কিশোর সাকিবুলের পরিচিত ছিল। একারণে তাঁরা সাকিবুলকে হত্যা করে গুম করতে কচুরিপানার মধ্যে লাশ লুকিয়ে রেখেছিল।

আজ বুধবার দুপুর সাড়ে বারোটায় প্রেসব্রিফিংয়ে বদলগাছি থানা পুলিশ এ তথ্য জানিয়েছে। থানা চত্ত্বরে এ প্রেসব্রিফিংয়ের আয়োজন করে বদলগাছি থানা পুলিশ। মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, বদলগাছি থানার ওসি আতিয়ার রহমান, পরির্দশক (তদন্ত) রায়হান হোসেন প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মহাদেবপুর উপজেলার মহাদেবপুর পূর্বপাড়ার গ্রামের আসমত আলীর(২৪), একই উপজেলার চকগোবিন্দ গ্রামের মোঃ ইমরান হোসেন (৩২), ফাজিলপুর গ্রামের মোঃ জুয়েল রানা (২৮) ও আতুরা গ্রামের মোঃ মনির (২৩)।

সাকিবুল হোসেন গত ১৯ জুন ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। নিখোঁজের দুই দিন পর গত ২১ জুন আখিট্টি নামক স্থানে পরিত্যক্ত অবস্থায় তার ভ্যান পাওয়া যায়। গত ২৬ জুন সোমবার সকাল এগারোটায় উপজেলার গাবনা – মতাজিহাট সড়কের গাবনা ভূবন সেতুর নিচে একটি ডোবার কচুরিপানার মধ্যে থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করে বদলগাছি থানা পুলিশ। নিহত সাকিবুল নওগাঁর মহাদেবপুর উপজেলার ফতেহপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় অষ্টম শ্রেণির ছাত্র ছিল । ওইদিনই নিহত সাকিবুল হোসেনের বাবা আলতাফ হোসেন বাদী হয়ে অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বদলগাছি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বদলগাছি থানার ওসি মুহা. আতিয়ার রহমান বলেন, সোমবার সকালে গাবনা সেতুর পাশে কচুরিপানার ভেতরে কিশোর সাকিবুল হোসেনের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। এঘটনার মামলা দায়ের পর বদলগাছি ও মহাদেবপুর থানা পুলিশ যৌথভাবে রহস্য উদঘাটন শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অপরাধীদের শনাক্ত করা হয়। বুধবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওসি বলেন, সাকিবুল হোসেনের ভ্যানের চারটি ব্যাটারি কেড়ে নিয়েছিল। তাঁরা সাকিবুলের পরিচিত ছিল। একারণে তাঁরা সাকিবুলকে হত্যা করে লাশ গুম করতে কচুরিপানার মধ্যে লুকিয়ে রেখেছিল।

 

 

Leave a Reply

Your email address will not be published.