বদলগাছীতে আতংক ছড়াতে পরিত্যক্ত বাড়িতে চুরির অভিযোগ

মো, এমদাদুল হক দুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ  নওগাঁর বদলগাছী দেশের চলমান পেক্ষাপটে গুজব রটাতে এক পরিত্যক্ত বাড়িতে চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার দিবাগত রাতে উপজেলার সেনপাড়া গ্রামে মুক্তা রাণীর বাড়িতে।

বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ঘটনার রাতে ডাকাত গুজবে এলাকায় ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। এলাকাবাসী জানায় গত সোমবার শেখ হাসিনা দেশ ত্যাগের পর এলাকায় প্রশাসনিক কর্মকান্ড ভেঙ্গে পড়ে। এই সুযোগ নিয়ে দুর্বৃত্তরা বুধবার দিবাগত মাঝরাতে ডাঙ্গিসারা গ্রামে এক জনের দড়জায় ধাক্কা দেয় এবং জোড়ে আওয়াজ করে। সাথে সাথে বিষয়টি ঐ বাড়ির মালিক মিনেশ চন্দ্রকে জানালে মিনেশ চন্দ্র বাহিরে এসে কাউকে দেখতে পায়নি। মিনেশ চন্দ্র জানায় আমার ভাতিজার দড়জায় ধাক্কা দেওয়ার কথা শুনে বাহিরে এসে কাউকে দেখতে পাইনি। ডাঙ্গিসারা গ্রামের নিচেই ছোট যমুনা নদী। নদী পার হয়েই মুক্তা রাণীর বাড়ি। মুক্তারা দুই বোন। বাবা মা মারা গেছে। মুক্তা শ^শুর বাড়িতে থাকে। ছোট বোন শিক্ষিকা অবিবাহিত বাড়িতে একা থাকতে পারে না তাই বদলগাছী সদরে ভাড়া বাসায় থাকে। বাড়িতে কেউ থাকে না। মাঝে মধ্যে দুই বোন এসে রাড়িতে থাকে আবার তালা দিয়ে চলে যায়। পরিত্যক্ত বাড়ি কেউ না থাকার সুযোগ নিয়ে পিছনে জানালা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ির বিদ্যুৎ সংযোগ ছিড়ে ফেলে, মটরের সংযোগ ছিড়ে ফেলে। আলমারি, শোকেস ভেঙ্গে ফেলে কাপড় চোপড় তছনছ করে। কিছু কাপড় নিয়ে যায়। থালাবাসন, ঘরের সেলিং ফ্যান খুলে নিয়ে যায় চোরেরা। গ্যাসের চুলাটি ভাংচুর করে গ্যাস সিলিন্ডার নিয়ে যায়। পরের দিন খবর পেয়ে দুই বোন বাড়িতে এসে দেখতে পায় সব ভাংচুর করেছে এবং অনেক কিছু নিয়ে গেছে। দুই বোন জানায় আমরা খুবই অসহায়। আমাদের এতো বড় ক্ষতি কি করে করতে পারল। স্থানীয় লোকজন অনেকেই ধারনা করছেন আতংক ছরাতে পরিত্যক্ত বাড়িতে চুরি করা হয়েছে। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতাই আনার দাবী এলাকাবাসীর।

Leave a Reply

Your email address will not be published.