বদলগাছীতে সড়ক দূর্ঘটনায় আহত ৪

মোঃ বুলবুল আহম্মেদ বুলু, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে সাথী নামে একটি যাত্রীবাহী চলন্ত বাস সড়ক দূর্ঘটনায় ৪ জন যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

জানাযায়, ১ জুলাই মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় সাথী নামে একটি যাত্রীবাহী বাস আগ্রাদ্বিগুন থেকে পত্নীতলা হয়ে নওগাঁ অভিমুখে আসার পথে বদলগাছীর ফতেজঙ্গপুর মাদ্রাসার নিকট নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লেকের মধ্যে উল্টে পড়ে যায়। বাসটির মুল গেট ও জানালা উপর দিকে থাকায় যাত্রীরা সহজেই বের হয়ে আসতে পারে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থল ছুটে যায়। সেখানে ৪জনকে আহত
অবস্থা উদ্ধার করে বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহতরা হলেন, নওগাঁ সদর উপজেলার সেলমা, দেলেরা, পত্নীতলা উপজেলার রিপা পারভীন ও রওনক জাহান, ধামুইরহাট উপজেলার দিপালী বলে জানা গেছে। এর মধ্যে
রিপা পারভীনের বাম হাত ভেঙ্গে যায় এবং পায়ে আঘাত লাগে। রওনক জাহানের হাতে আঘাত প্রাপ্ত হয়, এবং দিপালীর বাম পা ভেঙ্গে যায় বলে ফায়ার সার্ভিস কর্মী লিডার মোঃ আবু সাইদুস জামান, মহসিন এর সূত্র নিশ্চিত করেন। তারা আরও জানান চলন্ত ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দূর্ঘটনা ঘটে। ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান জানান এবিষয়ে থানায় কোন অভিযোগ করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published.