শৈহ্লাচিং মারমা, নিজস্ব সংবাদদাতা, বান্দরবান: বান্দরবানের ২ এপিবিএন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমদ খান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এসআই মাইকেল বনিক, এএসআই কামরুল হাসান, এএসআইছাইদুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ২ বিশেষ অভিযান অভিযান চালিয়ে এক মাদক দ্রব্য ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আসামীর নাম নয়ন চৌধুরী(৪৫)। সে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া মৃত অরুন চৌধুরীর ছেলে।
এপিবিএন ও সংশ্লিষ্ট সূত্র জানায় সদর থানাধীন কানা পাড়া এলাকায় অবস্থানকালে (৭অক্টোবর) সন্ধ্যার ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বান্দরবান জেলার সদর থানাধীন ওয়ার্ড নং-০৮, মেম্বার পাড়াস্থ মৃত জনৈক অরুন চৌধুরীর ৪র্থ তলা ভবনের সামনে পাকা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে। সংবাদটিপ্রা পেয়ে সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রওনা হলে ঘটনাস্থল সদর থানাধীন ওয়ার্ড নং-০৮, মেম্বার পাড়াস্থ মৃত জনৈক অরুন চৌধুরীর ৪র্থ তলা ভবনের সামনে পাকা রাস্তার উপর সন্ধ্যায় হাজির হলে সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী নয়ন চৌধুরী’কে ধৃত করে।
এসময় উপস্থিত সাক্ষী হিসেবে মোঃ রাশেদুল ইসলাম (২০), পিতা-মোঃ ওসমান গণি, মোঃ কাউসার আলম (২২), পিতা-মোঃ নূর আলম।
পরে এএসআই (সঃ)/২০৮৮ ছাইদুর রহমান, ২ এপিবিএন, মেঘলা, বান্দরবানের উপস্থিতিতে ধৃত আসামী নয়ন চৌধুরী (৪৫)‘কে তল্লাশী করে তার পরিহিত শার্টের সামনের বাম পকেট হতে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যাহার অবৈধ বাজার মূল্য ৩২ হাজার ৪০০টাকা।
ধৃত আসামী মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখায় ২০১৮ এর মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ধারা ৩৬(১) সারণি ক্রমিক ১০(ক) ধারায় অপরাধ করে। এর ফলে আসামীর বিরুদ্ধে বান্দরবান সদর থানায় নিয়মিত মামলা নং-০২, তারিখ-০৭/১০/২০২৩খ্রিঃ রুজু করা হয়।
অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আলী আহমেদ খান জানান বান্দরবানের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে অপরাধ দমনের অভিযান পরিচালনা ভবিষ্যতেও অভ্যাহত থাকবে।