বিরামপুর পৌর শহরের আঞ্চলিক মহাসড়কের পাশে অসমাপ্ত ড্রেন-জলাবদ্ধতায় জনদুর্ভোগ-ডেঙ্গু মশার আবাসস্থল

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: দিনাজপুর:  গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহা সড়কের পাশে সড়ক জনপদ কর্তৃক ড্রেন নির্মাণ কাজ বন্ধ থাকায় পানি নিষ্কাশন না হওয়ায় জলবদ্ধতায় চরম দুর্ভোগে পড়ছে পৌরবাসী।

দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর পৌর শহরের মধ্যে (ঘাটপাড়) ধানহাটি নামক স্থানে ড্রেন নির্মাণ কাজ বন্ধ থাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। উক্ত স্থানে মহাসড়কের কালভার্ট দিয়ে প্রবাহিত পানি ড্রেনের অভাবে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। ফলে অত্র এলাকার ঘরবাড়ির উঠানে পানি উঠে ভোগান্তিতে পড়তে হয়েছে পৌরবাসীকে। এছাড়াও আনোয়ার ইন্ডাস্ট্রিজ হাসকিং মিল , অটো আতপ রাইস মিল এবং আলিফ ইন্ডাস্ট্রিজ হাসকিং মিল তাদের কার্যক্রম বন্ধ থাকায় লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাঁরা জানান । চাতালের পানি নিষ্কাশন না হাওয়ায় চাতাল নষ্ট এবং মিলের যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে মিল মালিক মিয়া আনোয়ার হোসেন জানান।

গত তিন মাস আগে আঞ্চলিক মহাসড়কের পাশে সড়ক জনপথ কর্তৃক ড্রেন নির্মাণের কাজ শুরু করে। ড্রেন নির্মাণের কিছু কাজ করার পর মহাসড়কের পাশে সড়ক জনপদের জায়গায় অবৈধ দখলদার ড্রেন নির্মাণ কাজে বাধা প্রদান করেন। ঠিকাদারের সাথে বাক বিতান্ডতায় ঠিকাদার কাজ বন্ধ রেখে চলে যায় বলে এলাকার জনগণ জানান। দীর্ঘদিন ড্রেনের কাজ বন্ধ থাকায় চলমান বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে দুইটি হাসকিং মিল সহ আবাসিক এলাকার জনসাধারণ চরম দুর্ভোগ পোহাচ্ছে। এছাড়া অসমাপ্ত ড্রেনে পানি জমে থাকায় ডেঙ্গু মশা জন্মের আবাসস্থলে পরিণত হয়েছে। আগস্ট এবং সেপ্টেম্বর মাস ডেঙ্গু মশার বংশবিস্তারের উপযুক্ত সময়। জনগণ ডেঙ্গু মশার আতঙ্কে রয়েছে।

এলাকাবাসী অনতিবিলম্বে অসমাপ্ত ড্রেনের কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান ।

Leave a Reply

Your email address will not be published.