মতবিনিময় সভা এবং পুলিশ সুপারের কনফারেন্স রুম আধুনিকায়নের উদ্বোধন

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি: ১২ সেপ্টেম্বর ২০২৩ দিনাজপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আব্দুল বাতেন বিপিএম, পিপিএম, মাননীয় ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর ।

ডিআইজি মহোদয় দিনাজপুর জেলায় পুলিশ অফির্সাস মেসে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান দিনাজপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব শাহ ইফতেখার আহমেদ, পিপিএম মহোদয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করেন।

গার্ড অফ অনার শেষে রেঞ্জ ডিআইজি দিনাজপুর পুলিশ লাইন্সে উপস্থিত হয়ে সকল অফিসার ও ফোর্সদের সাথে বিশেষ কল্যান সভায় অংশগ্রহণ করেন। বিশেষ কল্যান সভায় ডিআইজি মহোদয় দিনাজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তা সমাধানের আশ্বাস দেন। রেঞ্জ ডিআইজি মহোদয় সকলের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে রেঞ্জ ডিআইজি দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুম আধুনিকায়নের শুভ উদ্বোধন করেন এবং জেলার বিভিন্ন ইউনিটের ইনচার্জগণের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় এ সময় জেলার আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, পিপিএম।

এসময় উপস্থিত ছিলেন মো. মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), আব্দুল্লাহ-আল-মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মো. মোসফেকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), শেখ মো. জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল), মো. খোদাদাদ হোসন, অতিরিক্ত পুলিশ সুপার(বীরগঞ্জ সার্কেল),
মো. ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার(ফুলবাড়ী সার্কেল), মো. মঞ্জুরুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), মো. মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার(কাহারোল সার্কেল), মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, দিনাজপুর, ডিআইও-১, ক

Leave a Reply

Your email address will not be published.