যৌতুক লোভী স্বামীর নির্যাতনে গৃহবধূ রুমানা আক্তার লিপি গুরুতর আহত

মো: লিটন উজ্জামান, (কুষ্টিয়া) : ২৮ জুলাই (শুক্রবার) যৌতুক লোভী স্বামীর নির্যাতনে গৃহবধূ রুমানা আক্তার লিপি গুরুতর আহত অবস্থায় ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। জখমী গৃহবধূর স্বামীর নাম ফারুক প্রামানিক। সে প্রবাসে থাকে। গত কিছুদিন যাবৎ দেশে এসে আবারো বিদেশ যাওয়ার জন্য এক লক্ষ টাকা যৌতুক দাবি করে। ইতিপূর্বে রুমানার পিতার পক্ষ থেকে ফারুক প্রামাণিকের দাবি মোতাবেক বিদেশ যাবার সময় তাকে দুই লক্ষ টাকা দেয়া হয়। এলাকাবাসী ভিকটিম ও তার স্বজনদের বক্তব্য থেকে জানা যায়, ২৮ জুলাই শুক্রবার বিকাল অনুমান ৪ঃ৩০ মিনিটের সময় বিত্তিপাড়াস্থ ভিকটিমের স্বামীর বাড়িতে অবস্থান করাকালে স্বামী ফারুক প্রামানিক যৌতুকের টাকা নিয়ে আসার জন্য দাবি করলে স্ত্রী রুমানা আক্তার লিপি তার পিতার কাছ থেকে আর টাকা এনে দিতে পারবে না বলে জানালে ফারুক প্রামানিক ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা লাঠি দিয়ে উক্ত গৃহবধূকে ব্যাপক প্রহার করে। মারপিটের এক পর্যায়ে ফারুক প্রামাণিকের মা ফরিদা খাতুন হত্যার উদ্দেশ্যে মশলা বানানো পাটার নোড়া দিয়ে সজোরে রুমানা আক্তারের মাথায় আঘাত করে। এই আঘাতে মাথায় রক্তাক্ত কাটা গুরুতর যখন প্রাপ্ত হয় রুমানা ।এ সময় ননদ রিমা তার হাতে থাকা হাসুয়া দিয়ে কোপাতে যাওয়ার ভাব করে এবং কিল ঘুষি ও লাথি মারে। ফারুক প্রামানিকও তার স্ত্রীর মুখে লাথি ও কিল -ঘুসি মারে। আসামীরা তাকে প্রাণনাশের হুমকি দেয় এবং বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাতে থাকে।জখমীর ডাক চিৎকারে এলাকাবাসী দৌড়ে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভেড়ামারা উপজেলা হাসপাতালে নিয়ে আসে।

জানা যায়, পাঁচ বছর আগে তাদের মধ্যে বিবাহ হয়। বৈবাহিক জীবনে তাদের দুটি পুত্র সন্তান রয়েছে। স্বামী শাশুড়ি ননদ ও ননদাই মিলে পরস্পর যোগসাজসে রুমানা আক্তার লিপির উপরে নির্যাতন করে আসছে বলে জানা যায়। ভিকটিমের নন্দাই ‌সাতবাড়িয়া গ্রামের মতলেব প্রামাণিকের পুত্র মিন্টু ঘটনাস্থলে উপস্থিত থেকে আসামিদেরকে মারপিটে ইন্ধন দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Leave a Reply

Your email address will not be published.