সড়ক জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ

মোঃ নয়ন মিয়া, দিনাজপুর জেলা প্রতিনিধি:  দিনাজপুর – গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়ক ১০৭ কি:মি: রাস্তা ৮ শত কোটি টাকা ব্যয়ে জনগণের ভাষ্যে নিম্নমানের সামগ্রী দিয়ে সংস্করণের এক বছরের মধ্যে রাস্তার বেহাল দশা। ঢেউ খেলানো উঁচু নিচু রাস্তা দিয়ে যানবাহন চলাচলে হর-হামেশায় দুর্ঘটনা ঘটছে। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।

বিরামপুর পৌর শহরে ঢাকা মোড়ে টার্নিং পয়েন্টে উঁচু নিচু ঢেউ খেলানো রাস্তা দু’দুবার সংস্কার হলেও অল্প দিনে আবার পূর্বের অবস্থা হয়ে যায়। প্রায় ৫/৬ ইঞ্চি ঢেউ খেলানো রাস্তায় বৃষ্টির পানি জমে থাকলে মোটরবাইক ,রিক্সা ,অটোরিকশা থেকে কতজন পড়ে আহত হয়েছে তার কোন নজির নেই। এছাড়া ভারি যানবাহন চলাচলের সময় ড্রাইভারের গাড়ি নিয়ন্ত্রণ করা কষ্টকর হয় বলে একাধিক ড্রাইভার জানান।

এই স্থানটি স্থায়ীভাবে সমাধান আছে কি’না, সড়ক জনপদ বিভাগের নিকট জনগণের প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published.