সাগরদাঁড়ী ঝুমুর মিনি চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার

শামীম আখতার (খুলনা) ঃ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ীতে ঝুমুর মিনি চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রজাতির ৯টি প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বুধবার সকালে অবৈধভাবে আটক রাখা বিভিন্ন প্রজাতির প্রাণীগুলো উদ্ধার জব্দ করা হয়। প্রাণীগুলোর মধ্যে ১টি কুমির, ৩টি অজগর সাপ, ১টি বানর, ৩টি কচ্ছপ, ১টি বাগডাশ (শিয়াল)।  

 

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্য জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার সাগরদাঁড়ীতে ঝুমুর মিনি চিড়িয়াখানায় অবৈধভাবে বেশ কিছু দেশী বিদেশী বন্যপ্রাণী খাঁচায় আটকে রাখা হয়েছে। সেখানে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পাওয়ায় মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এবং দেশীয় বন্যপ্রাণী খাঁচায় বন্দী করে রাখা দন্ডনীয় অপরাধ সম্পর্কে জানানো হয়। মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার কথা স্বীকার করলে প্রাণীগুলো তাদের কাছে হস্তান্তর করতে বলা হয়। তা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। পরবর্তীতে মিনি চিড়িয়াখানার মালিক ওইসব বন্যপ্রাণীগুলো বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে স্থানান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published.