সিংড়ায় সাবেক ইউনিয়ন যুবলীগ নেতাকে মারপিটের অভিযোগ উঠেছে

বিল্লাল হোসেন বাবু প্রতিনিধি নাটর : নাটোরের সিংড়ায় সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরদার কে মারপিটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে উপজেলার খেজুর তলা বাজার এলাকায় এঘটনা ঘটে।

আহত সাবেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরদার উপজেলার লালোর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার হাঁপানিয়া গ্রামের আব্দুস সাত্তার আলী সরদারের ছেলে।

এলাকাবাসী সুত্রে জানা যায় ,
সিংড়া উপজেলার লালোর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সরদার সে পাশ্ববর্তী এলাকায় হাতিয়ান্দহ ইউনিয়নের নলবাতা গ্রামের গ্রাম পুলিশ আলম এর মৃত্যুর সংবাদ শুনে তার জানাযায় গিয়েছিল, জানাযা নামাজ শেষে বাড়ি ফেরার পথে মাসুদ সরদারকে খেজুর তলা বাজার এলাকার আতাইকুলা গ্রামের মোঃ সোহাগ (৩৫)পিতা অজ্ঞাত সে মাসুদ সরদার কে মোটরসাইকেল তুলে নিয়ে খেজুর তলা বাজারে যায়। খেজুর তলা বাজারে হাগুর এর মুদিখানা দোকান হতে মাসুদ রানাকে নিয়ে লালোর যেতে লেবুর বাগানে নিয়ে গিয়ে সোহাগ সহ অজ্ঞাত নামা আরও ৪/৫ জন মাসুদ সরদারকে চড়-থাপ্পর,কিল-ঘুষি ও লাথালাথি করে।

এসময় মাসুদ সরদারের মামা মোঃ বেলাল হোসেন জানার পরে আরও কিছু লোকজন কে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে মাসুদ সরদার কে উদ্ধার করে।

স্থানীয় চিকিৎসক দ্বারা মাসুদ সরদার প্রাথমিক চিকিৎসা শেষে তাহার নিজ বাড়িতে আছে বলে জানা যায়।

প্রতিবেদন লেখা পর্যন্ত সিংড়া থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published.