অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার

কালের সংবাদ ডেস্কঃ প্রতিবাদ করার অধিকার একটি মৌলিক অধিকার। কর্তৃপক্ষের উচিত কোনো অযৌক্তিক হস্তক্ষেপ ছাড়াই মানুষকে প্রতিবাদ করতে দেয়া।

অ্যামনেস্টি লিখেছে, বাংলাদেশ, আমরা আগেও এটি বলেছি এবং আবারো বলছি। আইনপ্রয়োগকারী কর্তৃপক্ষকে অবশ্যই শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভকারীদের কে সহিংসতা থেকে বিরত করতে হবে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব সময়ই পুলিশকে শান্তিপূর্ণভাবেই বিক্ষোভ দমনে সহিংসতা পরিহারের আহ্বান জানাতে হবে।

গত ২৯শে জুলাই বিএনপি’র ঢাকার প্রবেশপথগুলোয় অবস্থান কর্মসূচিতে পুলিশের বিভিন্ন তৎপরতার ফুটেজ রয়েছে।

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রাস্তায় পড়ে যাওয়ার পরও পুলিশ তাকে পেটাচ্ছে।

বৃহস্পতিবার মাইক্রোব্লগিং সাইট এক্সে (সাবেক টুইটার) অ্যামনেস্টির দক্ষিণ এশিয়া বিষয়ক অফিস এ নিয়ে একটি পোস্ট দেয়। পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করে দেয় সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published.