আমেরিকান আমলাতন্ত্রে মাস্কের খড়গ : বরখাস্ত ১০ হাজার কর্মী

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ  নতুন প্রশাসন ও আমলাতন্ত্রকে ঢেলে সাজানোর অঙ্গীকার করে ক্ষমতায় বসেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরইমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্রে।

১৫ ফেব্রুয়ারি (শনিবার) বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত মার্কিন ফেডারেল ভূমি ব্যবস্থাপনা, সামরিক ভেটেরানদের দেখাশোনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ৯ হাজার ৫০০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করা হয়েছে।

রয়টার্স বলছে, যাদের চাকরির বয়স বড়জোর এক বছর হয়েছে বা যাদের চাকরির সুরক্ষা কম তারাই বরখাস্তের তালিকায় রয়েছেন। অন্তত ১০ হাজার কর্মী ছাঁটাই ছাড়াও ট্রাম্প প্রশাসন প্রায় ৭৫ হাজার কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছে।

ট্রাম্প বলেছেন, ফেডারেল সরকার খুব বেশি চাপে আছে এবং প্রচুর অর্থ অপচয় ও জালিয়াতির জন্য নষ্ট হচ্ছে। সরকারের প্রায় ৩৬ ট্রিলিয়ন ডলার ঋণ রয়েছে এবং গত বছর ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার ঘাটতি রয়েছে এবং সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়ে দ্বিদলীয় চুক্তি রয়েছে।

তবে কংগ্রেসনাল ডেমোক্র্যাটরা বলছেন, ট্রাম্প সংবিধান প্রদত্ত ফেডারেল ব্যয় সংক্রান্ত আইনসভার কর্তৃত্ব লঙ্ঘন করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের প্রচেষ্টার গতি এবং প্রশস্ততা সমন্বয়ের অভাবের কারণে মার্কিন প্রেসিডেন্টের কিছু সহযোগীর মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তাদের মধ্যে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও রয়েছেন।

জানা গেছে, চাকরি থেকে কর্মীদের বরখাস্তের পাশাপাশি, ট্রাম্প ও মাস্ক কর্মীদের জন্য সিভিল সার্ভিস সুরক্ষা বন্ধ করার চেষ্টা করেছেন।

এর আগে ট্রাম্প তার শপথ নেওয়ার প্রথমদিন শতাধিক নির্বাহী আদেশে সই করে এক প্রকার ঝড় তুলেন। ওইদিন থেকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় সকল বিদেশি সাহায্য স্থগিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *