ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাবের স্বাধীনতা সম্মাননা-২০২৫” মনোনীত লে. জাফর ইমাম

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ  মহান স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাব( World Journalists Club) এর পক্ষ থেকে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল জাফর ইমাম( অব:) বীর বিক্রম কে ” স্বাধীনতা সম্মাননা-২০২৫” এ মনোনীত করা হয়েছে।

জাফর ইমাম ১০ ডিসেম্বর ১৯৪৭ সালে ফেনী জেলায় জন্ম গ্রহন করেন। তার পৈত্রিক বাড়ি ফেনী পৌরসভার মিজান রোডে,তবে গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার নোয়াপুর গ্রামে।বাবার নাম শেখ ওয়াহিদুল্লাহ চৌধুরী এবং মাতার নাম আজমেরি বেগম,স্ত্রীর নাম নুরমহল বেগম।তাদের কোন সন্তান নেই।জাফর ইমাম এর ডাক নাম হুমায়ুন।
ঈদুল ফিতরের পরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে উনাকেসম্মাননায় ভূষিত করা হবে।
মহান স্বাধীনতা যুদ্ধে উনার আরও বিশেষ অবদান নিয়ে বিস্তারিত থাকবে আমাদের আগামীর প্রতিবেদনে।

ওয়ার্ল্ড জার্নালিষ্টস ক্লাব মহান স্বাধীনতা যুদ্ধে উনার বিশেষ অবদান কে যথাযথ সম্মান জানাতে উনাকে স্বাধীনতা সম্মাননা-২০২৫ এ মনোনীত করেছে।আমরা গর্বিত জাতির এই শ্রেষ্ঠ সন্তান কে সম্মান জানাতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *