চাটখিল সোসাইটি ইউএসএ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ গত ১৭ ডিসেম্বর ২০২৪,মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় নিউইয়র্ক এর ব্রুকলীনের ফুলটনে মাইনুল উদ্দিন মাহবুবের সভাপতিত্বে এবং ছালেহ আহমেদ রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল সোসাইটির সাবেক সভাপতি -কে এম শহীদ উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী সোসাইটির সভাপতি-নাজমুল হাসান মানিক এবং এনামূল হায়দার ।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন লিটন,হুমায়ন কবির,রফিক উল্লাহ মনু,মাঈন উদ্দিন নটু,রিয়াজ চৌধুরী,হেলাল,লিটন,বেলাল মেম্বার,সেলিম,বিপ্লব,শরিফ হোসেন,পরাণ চৌধুরি,কনক চৌধুরী, শওকত আকবর,হুমায়ন বাংগালী,কবির হোসেন, কামরুল, মন্জু, নোমান, রাশেদ, সফি, রিয়াদ, সুজন, সোহাগ সহ আরো অনেকেই মিলে চাটখিলের বিভিন্ন এলাকার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন,এ যেন এক মিলনমেলায় পরিনত হয়।সভায় বক্তারা কমিটি গঠনের জোরালো দাবি জানান,প্রধান অতিথি শহীদ উল্লাহ আগামি এক সপ্তাহের মধ্যে সকলের সম্মতিক্রমে সবাইকে নিয়ে নতুন কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন ।অনুষ্ঠানে আপ‍্যায়নের শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।

Leave a Reply

Your email address will not be published.