ব্রঙ্কস, নিউইয়র্কে “ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি”র উদ্যোগে ৯/১১ এর ভিকটিমদের স্মরনে এক স্মরন সভা অনুস্ঠিত হয়।

কাজী রবিউজ্জামান, নিউইর্য়ক প্রতিনিধি ঃ আজ ১১ ই সেপ্টেম্বর ২০২৪ রোজ বুধবার, ট্রাই অ্যাংগেল, বাংলাবাজার, পার্কচেস্টার,ব্রঙ্কস, নিউইয়র্কে “ইউনাইটেড ব্রঙ্কস বাংলাদেশি কমিউনিটি”র উদ্যোগে ৯/১১ এর ভিকটিমদের স্মরনে এক স্মরন সভা অনুস্ঠিত হয়।

অনুস্ঠান উপস্হাপনা করেন এ্যাটর্নী রাশেদ মজুমদার ও মোঃ শামিম মিয়া।

সমম্বয়কের ভুমিকায় ছিলেন মোতাসিম বিল্লাহ তুষার পিক, এ ইসলাম মামুন, শামিম আহমেদ, সামাদ জাকারিয়া।

অনুস্ঠানের শুরুতে শহিদের স্মরনে নিরাবতা পালন করা হয়, এরপর আমেরিকার জাতীয় সঙ্গীত স্মমস্বরে উচ্চারিত হয়।

শহিদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা পরিচালনা করেন ফাদার ডেভিড, সেন্ট হেলেন চার্জ, ব্রঙ্কস, নিউইয়র্ক।

অতপর দোয়া বিশ্ব শান্তি, ৯/১১ ভিকটিমদের স্মরনে দোয়া পরিচালনা করেন, পেশ ইমাম আবুল কাশেম ইয়াহিয়া, বাংলাবাজার জামে মসজিদ, ব্রঙ্কস, নিউইয়র্ক।

১১ সেপ্টেম্বরের হামলা  যা নাইন/ ইলেভেন

নামে পরিচিত।২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে ছিনতাইকৃত  বিমান যোগে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদারএকইসাথে চারটি সমন্বিত আত্মঘাতী হামলা করেন। ঐ হামলায় ২,৯৯৭ জন নিহত, ৬,০০০ এর অধিক মানুষ আহত হন এবং অবকাঠামো ও সম্পদ ধ্বংসপ্রাপ্ত হয় প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার।

উপস্হিত থেকে দিনটির গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন সিনেটর ন্যাথালিয়া ফর্নান্ডেজ, এ্যাসেমবিলি ওম্যান, ব্রঙ্কস।

ব্রঙ্কস ব্যুর প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান এন মজুমদার মাস্টার্স অব ল, খলিল ফুড ফাউন্ডেশনের সিইও খলিলুর রহমান, এ্যাটর্নী রাশেদ মজুমদার, ক্যাপটেন ব্লান্কো পুলিশ প্রিসেন্ট ৪৩, ল্যাফটেনেন্ট ইয়ান পুলিশ প্রিসেন্ট ৪৩, কমিউনিটির পরিচিত মুখ ল্যাফটেনেন্ট বিলাল উদ্দিন, প্রফেসর ছানাউল্লাহ্ , কামাল উদ্দিন, হাসান আলী, কাজী রবিউজ্জামান, জহির উল হক, খায়রুল ইসলাম নাসির, মিয়া মোহাম্মদ দাউদ, নূরে আলম জিকু।

৯/১১ দিনটির সৃতিচারন করে বক্তব্য রাখেন জগলুল চৌধুরী, সদস্য, কমিউনিটি বোর্ড ৯ ও মোতাসিম বিল্লাহ তুষার পিক।

উপস্হিত ছিলেন বিজয় কৃষ্ন সাহা,

কবি সুধাংশু কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান, মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, তহিদুল ইসলাম, জামাল আহমেদ,আজিজুল হক, মকবুল মিয়া, লুৎফর রহমান, জালাল সরদার কমিশনার, মন্জুর চকদার প্রমুখ।

স্কাউট দলের উপস্হিতি অনুস্ঠানটি আরো প্রানবন্ত করে তোলে, প্রতিনিধিত্ব করেন সেন্ট হেলেনা স্কুল, ব্রঙ্কস এর স্কাউট দল।

ইউএসএ অন লাইন:শাখাওয়াত হোসেন।

Leave a Reply

Your email address will not be published.