যে মানুষ গুলোর উন্নয়নের জন্য আমি দিন রাত পরিশ্রম করেছি তাদের গুলি করে মেরে ক্ষমতায় থাকতে চাইনি —শেখ হাসিনা

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা ঃ ”৭৫ এর ১৫ আগস্ট আমার স্বপরিবারকে হারানোর পর আমি রিফিউজির জীবনে শেষে ৮১ সালে বাংলাদেশে চলি আসি আমার ছোট দুই ছেলে মেয়েকে মায়ের আদর থেকে বঞ্চিত করে এ দু:খি বাংলাদেশের জনগনের পাশে দাঁড়াতে“ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ দক্ষিণ এর উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কালে আওয়ামী সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশ জনগনই আমার পরিবার । গত ১৫ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ও দেশের জিডিপি বৃদ্ধি পেয়েছে উল্লেখ যোগ্য ভাবে। ২০০৬ সালে মাথাপিছু আয় ছিল ৫৪৩ ডলার ২০২৩ সেই মাথাপিছু আয় ২৭৯৩ ডলারে উন্নতি হয় । করোনাকালে জিডিপি কিছুটা কম থাকলেও কিন্তু তা ৭.৫ শতাংশে আওয়ামী সরকার রেখে আসে।

আজ বাংলাদেশ জিডিপি ২ এর নীচে । ইউনুচ সরকার বাংলাদেশকে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। তিনি আরো বলেন আমি লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে চাই নাই । তাই আমি চলে এসেছি । ছাত্রদের জুলাইয়ে আন্দোলন ছিল ইউনুসের মেটিকোলাস ডিজাইন অংশ মাত্র। যখন কোন কোটা ছিল না তখন কেন কোটার জন্য আন্দোলন ।

তিনি প্রশ্ন করেন আবু সাঈদ গুলি খাওয়ার পর ও কেন রক্তাত্ব হয়নি কারন এটা সিঁড়া গুলি ছিল। তিনি আরো প্রশ্ন তোলেন কেন আবু সাইদ কে দুপুর ২:৩০ তার সাথীরা ঐ স্পট থেকে নিয়ে যাওয়ার পর ৬ ঘন্টা পর মুমুর্ষ অবস্থায় হাসপাতাল নিয়ে যায়? এ ঘটনা আমাকেও খুবই ব‍্যথিত করে । তাই আমি জুডিশিয়াল কমিটি করে দিলাম এর তদন্তের জন্য । কোন সরকার হত‍্যকান্ড চালালে জুডিশিয়াল কমিটি করে না কিন্তু আমি করেছি নিজে স্বপ্রণোদিত হয়ে । এ কমিটিও কাজ শুরু করে দিয়েছিল তবে কেন ইউনুচ সরকার এ কমিটির কাজ বন্ধ করে দিয়েছে এখন? তিনি আরো ঊল্লেখ করেন সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই এর নিহতদের গায়ে ৭.৬২ বুলেট এর ব‍্যপারে প্রশ্নবিদ্ধ করায় উনাকে বদলি করে দেয়?
এ বছর কেন জানুয়ারি প্রথম দিন ছাত্রদের হাতে বই দিতে পারলনা এ ইউনুচ সরকার? এ সরকার অতিরিক্ত ৭০০ কোটি বরাদ্দ দিয়েছে বই ছাপানোর জন্য । কিন্তু আওয়ামী সরকার তো নতুন বৎসরের প্রথম দিনে বই দিত। তিনি বলেন ছাত্রছাত্রীদের আদর্শ কে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে এ ইউনুচ সরকার। ছাত্রছাত্রীদের দ্বারা শিক্ষকদের অপমান, জুতার মালা পরানো, গাছের সাথে , বিভিন্ন ভাতা বন্ধ করে দেওয়া ও বিচারপতিদের কে অপমান করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন ।

তিনি উল্লেখ করেন ৬ আগস্ট গ্রামীণ ব্যাংকের ৬৬৪ কোটি টাকার মামলার রায় হবার কথা ছিল। কিন্তু তার মেটিকোলাসের অংশ হিসেবে ক্ষমতা দখল করার পর ১২০০ কোটি টাকার টেক্স আদালত থেকে মাপ করে নেয় যেখানে ইউনুস সরকার জনগণের উপর নতুন নতুন টেক্স আরোপ করছে।

গত শনিবার,১১ জানুয়ারি ২০২৫,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ দক্ষিণের উদ্যোগে আয়োজিত সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম ফযলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: মোহাম্মাদ আলী মালিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দীকুর রহমান বলেন জননেত্রী শেখ হাসিনাকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ আওয়ামী লীগের বিকল্প নাই। তিনি বলেন জননেত্রী শেখ হাসিনার দেয়া যুক্তরাষ্ট্রে আওয়ামীলীগ দক্ষিনই এই ১৩ টি ষ্টেটের অভিভাবক। তিনি অনুষ্ঠানে সহযোগিতা কারী ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগই একমাত্র ষ্টেট কমিটি বলে উল্লেখ করেন ।

সভার সভাপতি এম ফযলুর রহমান বলেন মুজিব নগর সরকার ও তৎকালীন ভারতের সরকারের প্রচেষ্টায় ফসল বঙ্গবন্ধু সুস্থভাবে বাংলাদেশের স্বদেশ প্রত্যাবর্তন ।

সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ মানিক বলেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন স্বাধীনতার পুর্নতা লাভ করে।

সভায় পরিচালনায় সহযোগিতা করবেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিব উদ্দিন, সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফ্লোরিডা ষ্টেট আওয়ামী লীগের সহসভাপতি শেখ বাবুল ও পবিত্র গীতাপাঠ করেন লিটন মজুমদার ।
সভায় ফ্লোরিডা ষ্টেট আওয়ামীলীগ, মহানগর আওয়ামী, ফ্লোরিডা ষ্টেট আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক, মহিলা আওয়ামীলীগ, মহিলা যুবলীগ ও মুক্তিযোদ্ধাদের চেতনা ব‍্যক্তিরা উপস্থিত ছিলেন ।

সভায় বাংলাদেশের জাতীয় সংগীত ও আমেরিকান জাতীয় সংগীত সমবেত ভাবে পরিবেশন করা হয় । আলোচনা সভার শুরুতে মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬২, ৬৪ এর ৬ দফা, এগারো দফা শিক্ষা আন্দোলন ও স্বাধিকার আন্দোলন, ৬৯ এর গনঅভ্যুত্থান, আগড়তলা ষড়যন্ত্র মামলা, ৭১এর মহান মুক্তিযুদ্ধ, “৭৫-এর ১৫ই আগষ্ট, “০৪ এর ২১শে আগস্ট, “৭৫ এর ৩রা নভেম্বরের নিস্ঠুর হত্যাকান্ড এবং স্বৈরাচার বিরোধী এবং সকল গনতান্ত্রিক আন্দোলনে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও আত্মত্যাগী বীর এবং সম্ভ্রমহারা ২ লক্ষাধীক মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.