পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:  নওগাঁর পত্নীতলায় ”আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে   আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়েছে।
রোববার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালি নজিপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন  উপজেলা  সমাজসেবা অফিসার ফিরোজ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শোয়েব খান, পত্নীতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কবির উদ্দিন আকন্দ, মৎস্য সম্প্রসারণ অফিসার মোহসিনা পারভীন প্রমুখ।
এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মিগণ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে পত্নীতলা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) কবির উদ্দিন আকন্দের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকান্ডসহ বিভিন্ন দুর্যোগ ও দুর্ঘটনা মোকাবেলায় কিভাবে প্রতিরোধ গড়ে তোলা যায় সেই বিষয়ে জনসচেতনতায় মহড়া প্রদর্শন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.