বয়স কমানোর ট্রিটমেন্ট কৃত্রিমভাবে

কালের সংবাদ ডেস্কঃ দেশেই কৃত্রিমভাবে মুখমণ্ডলের আকৃতি পরিবর্তনের ট্রিটমেন্ট শুরু হয়েছে।

এসব ট্রিটমেন্ট নিতে চিত্রতারকা, টিভি অভিনেত্রী, উপস্থাপিকা, সংবাদ পাঠিকা, মডেল, রাজনীতিবিদ এবং উচ্চবিত্তরাই বেশি ভিড় করছেন।

একবার বোটক্স বা ফিলার করাতে পঞ্চাশ হাজার থেকে এক লাখ টাকা খরচ হয়।

একবার বোটক্স বা ফিলার করালে এর স্থায়িত্ব থাকে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত। এরপর আবার ট্রিটমেন্ট নিতে হয়, না হলে চেহারা আগের অবস্থায় ফিরে আসবে।

আমাদের দেশের অনেক চিকিৎসকই বোটক্স, ফিলার, নোজ ও লিপ অগমেন্টেশনের উপর উন্নত দেশগুলো থেকে প্রশিক্ষণ নিয়ে এসেছেন।

মুখমণ্ডলের সুনির্দিষ্ট জায়গায় ইনজেকশনের মাধ্যমে এসব ট্রিটমেন্ট করা হয়। এছাড়াও ইনজেকশনের মাধ্যমে লিপ অগমেন্টেশন (ঠোঁট ফোলানো) এবং বোঁচা নাক খাড়া করতে নোজ অগমেন্টেশন ট্রিটমেন্ট করা হয়।

কেউ বোটক্স বা ফিলার করাতে এলে আমরা প্রথমে তাদেরকে কাউন্সিলিং করি তারপর সিদ্ধান্ত নিতে বলি।

এই ট্রিটমেন্টটা একটা লম্বা প্রসেস এর মধ্য দিয়ে যেতে হয়।

যেমন- যেদিন বোটক্স বা ফিলার করা হবে সে সময় থেকে ২৪ ঘণ্টা কোনো পানি লাগানো যাবে না। দুই থেকে তিনদিন রোদে যাওয়া যাবে না। পাঁচ থেকে সাতদিন একটি এন্টিবায়োটিক ক্রিম ব্যবহার করতে হবে।

সাধারণত চিত্রতারকা, টিভি তারকা, রাজনীতিবিদ ও কিছু উচ্চবিত্তের মানুষ ট্রিটমেন্ট নেন।

 

Leave a Reply

Your email address will not be published.