আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচ বেলা ১২টায়

কালের সংবাদ ডেস্কঃ বাংলাদেশর শুরু হার দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। শুক্রবারের ম্যাচ দিয়ে তারা সিরিজে টিকে থাকার লড়াইয়ে নামবে।

আজ মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১২টায়।

এই ম্যাচে হারলেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যাবে তামিম ইকবালের দল। ২০১৬ সালের পর ঘরের মাঠে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে হারেনি টাইগাররা। টানা সাত সিরিজ জয়ের দারুণ এক রেকর্ড আছে। সব শেষ সিরিজে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল ভারতকেও হারিয়েছেন তামিমরা।

তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এখনো কোনো ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সবশেষ ঘরের মাঠে ২০১৬ সালে ইংলিশদের কাছেই হেরেছিল স্বাগতিকরা। সেই সিরিজটি ২-১ ব্যবধানে শেষ হয়। তবে এই ইংল্যান্ডকে সিরিজে হারানোর এখনো দারুণ সুযোগ আছে।

প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। তাই সিরিজ জিততে হলে পরের দুই ম্যাচে জিততেই হবে।
অন্যদিকে প্রথম ম্যাচ জয়ের পর ফুরফুরে মেজাজেই রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ওয়ানডেতেও জয়ের ধারা ধরে রাখতে চাইবে ইংলিশরা।

Leave a Reply

Your email address will not be published.