পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রমিলা ও পুরুষেরম্যারাথন দৌড় প্রতিযোগিতা

সারমিন সুলতানা চৈতী ঃ রাজধানীর উত্তরাস্থ দিয়াবাড়িতে পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের আয়োজনেসুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেইশীর্ষকএইচএমসেলিম রান টেন কে ২০২৪ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিতহয়েছে শুক্রবার সকালে সাড়ে ৬টায় উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়েঅনুষ্ঠানের সূচনা করেন অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদকএস এম সামসুল হুদা পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণসম্পাদক রিয়াল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম

হোসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যে বলেন, “তরুণদেরকে জাগাতেহলে তাদের অদম্য প্রাণশক্তিকে জাগাতে হবে আমরা তরুণদের সেইশক্তিকে জাগাতে কাজ করে যাচ্ছি আমরা বাংলাদেশের প্রতিটিবিভাগে, জেলায়, থানায় সুস্থধারার সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলারআয়োজন করে চলেছি আজকে নানাভাবে দিকভ্রষ্ট হতাশাগ্রস্ত যুবসমাজকে সঠিক পথে নিয়ে আসতে খেলাধুলার বিকল্প নেই তাইপিনাকল স্পোর্টস সদাসর্বদা তরুণদের নিয়ে নানা ধরণের খেলাধুলারআয়োজন করে থাকে অবশ্য আজকের ম্যারাথনে তরুণদের পাশাপাশিঅনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকেও অংশ নিতে দেখলাম তারা বয়সে প্রৌঢ়হলেও হৃদয়ে তরুণবক্তব্যে ম্যারাথন প্রতিযোগিতার ঐতিহাসিকপ্রেক্ষাপটও তুলে ধরেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা

সকাল সাড়ে ৫টা থেকে প্রবল শীত কুয়াশা উপেক্ষা করে প্রতিযোগীরাপ্রতিযোগিতার স্টার্টিং পয়েন্ট ১৮নং সেক্টরের ১০নং ব্রিজের নিকটেআসতে শুরু করেন সাড়ে ৬টা থেকে ওয়ার্ম আপ শুরু হয় সকাল৭টায় বেজে ওঠে পুরুষ প্রতিযোগীদের ম্যারাথনের বাঁশি এর ৩০ মিনিটপর শুরু হয় নারীদের প্রতিযোগিতা পুরুষ প্রতিযোগিদের মধ্যে ৪৬মিনিটে ১০ কিলোমিটার দৌড় শেষ করে প্রথম স্থান অধিকার করেনপ্রতিযোগী মুক্তাদির আহমেদ, দ্বিতীয় হন সোহেল রানা (৪৭মিনিট) এবংতৃতীয় হন মোহাম্মদ হৃদয় (৪৭.৩০মিনিট) নারীদের মধ্যে সাড়ে কিলোমিটার দৌড়ে ৪০মিনিটে প্রথম স্থান অধিকার করেন সুমাইয়াআক্তার, দ্বিতীয় স্থান নাজমুন্নাহার বিথী এবং তৃতীয় স্থান জাহানারাআক্তার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এছাড়াও সকলফিনিশারকে মেডেল প্রদান করেন আয়োজক কর্তৃপক্ষ জানা যায়, এইম্যারাথন প্রতিযোগিতায় ৫৭২ জন পুরুষ ৪৪৩ জননারী অংশ গ্রহণকরে যাদের মধ্যে তিনজন ব্যাতিরেকে সকলে এন্ডিং পয়েন্ট অতিক্রমকরতে সক্ষম হয়

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, পিনাকল স্পোর্টস অ্যাসোসিয়েশনেরউপদেষ্টা খাদিজা খাতুন, দৈনিক দেশেরপত্রের সম্পাদক রুফায়দাহ পন্নী, হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি, ডা. মাহবুব আলম মাহফুজ, বরিশাল বিভাগীয় সভাপতি আল আমিন সবুজ, সিলেট বিভাগীয়সভাপতি আলী হোসেন, তারুণ্যের সভা সংগঠনের চেয়ারম্যান আয়েশাসিদ্দিকা প্রমুখ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন ক্রীড়াবিদ তাহেরহোসেন মারুফ, ডা. তুহিন মাহমুদ, শাহ নেওয়াজ খান রিপন ফরিদউদ্দিন রব্বানী

Leave a Reply

Your email address will not be published.