রেনেগেড রেঞ্জার্সের প্রথম জয়

নিজস্ব প্রতিনিধিঃ টুর্নামেন্টে প্রথম জয়ের মুখ দেখল রেনেগেড রেঞ্জার্স। ১২৯ রানের বিশাল ব্যাবধানে হারায় এলক্যাব কে। শুক্রবার ১৮ অগাস্ট, তেঘরিয়া বনগ্রাম এর প্রফেসর হামিদুর রহমান স্টেডিয়াম এ টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় প্রতিপক্ষ দল এলক্যাব এর অধিনায়ক চঞ্চল মুখার্জি।

খেলার শুরুতেই দ্বিতীয় ওভারে দলের অভিজ্ঞ ওপেনার আনসারীকে ফিরিয়ে দেন আল-আমিন। আরেক ওপেনার রিজওয়ানকে সাথে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন প্রতাপ। রিজওয়ান ৩টি বাউন্ডারী এবং ৮টি ওভার বাউন্ডারীর মাধ্যমে ৫৬ বলে ৭৬ রানে ফিরে গেলেও প্রতাপ ৭৩ বলে ৫৬ রানের ধৈর্য্যশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নিয়ে যান। এই ৫৬ রানের ইনিংসে ছিল ৪টি চার এবং ৩টি ছক্কা। ৩য় উইকেটের ৫৮ রানের জুটিতে সঙ্গ দেন আরেফিন ৩৬ বিলে ৩৭ রানের ইনিংসের মাধ্যমে। পরবর্তিতে ইনফর্ম ফাহিম ১৯ বলে ২টি চার এবং ৪ টি ছক্কায় ৪১ রানের টর্নেডো ইনিংস খেলে ৪০ ওভারে দলের মোট রান দাঁড়ায় ২৮৪। এলক্যাব এর খালেস ৬ ওভারে ৫৮ রান দিয়ে ৪ টি উইকেট শিকার করেন।

২৮৫ রানের জবাবে ব্যাটিং করতে নেমে ধীর গতিতে ইনিংস শুরু করেন জিয়া এবং সুমন। নামাযের বিরতির আগের শেষ ওভারে রেনেগেড রেঞ্জার্স এর অধিনায়ক আশিক প্রথম উইকেটের পতন ঘটান। বিরতির পর বোলিং পরিবর্তনে ঝলক দেখান ফাহিম। পর পর দুই বলে আউট করেন আরমান এবুং কিশোরকে। নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় খুব বড় জুটি গড়ে তুলতে পারেননি এলক্যাবের খেলোয়াড়রা। সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার সুমনের ব্যাট থেকে। এছাড়া অধিনায়ক চঞ্চল ২৫ এনং নজরুল ৩৭ রান করেন। শেষ ওভারে রেনেগেড রেঞ্জার্স এর রাফসানের বলে অধিনায়ক চঞ্চল মুখার্জি বোল্ড হলে ১৫৫ রানে অল-আউট হইয় এলক্যাব।

ফাহিম ১৯ বলে ৪১ এবং ৬ ওভারে ২৮ রানে ২ উইকেট পেয়ে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন।

প্রতিনিয়ত খেলার আপডেট রাখতে চোখ রাখুন কালের সংবাদ এ।

Leave a Reply

Your email address will not be published.