৩২ দলের প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ

কালের সংবাদ ডেস্কঃ  ২৭টি দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠার দৌড়ে আছে। দুই ম্যাচের দুটিতেই হেরে সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে স্বাগতিক কাতার।  দারুণ পারফরম্যান্স করেও এফ গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে কানাডার।

ফ্রান্সের পর সোমবার রাতে কাতার বিশ্বকাপের দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল ও ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। এছাড়া সমীকরণের হিসেবে দ্বিতীয় রাউন্ড নিশ্চিতের লক্ষ্যে খুব ভালোভাবেই এগিয়ে আছে ইংল্যান্ড ও স্পেন।

বিশ্বকাপের ২২তম আসর কাতারে জমে উঠেছে ফুটবল। ৩২ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ড শেষ। গ্রুপ পর্বে আর ১৬টি ম্যাচ বাকি। তবে এরই মাঝে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে তিনটি দেশ। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। বিগত বেশ কয়েক বিশ্বকাপ ধরেই আগের টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের পরের আসরের গ্রুপ পর্বেই বাদ পড়ার রীতিতেও ছেদ ফেলেছে তারা।

Leave a Reply

Your email address will not be published.