ডেঙ্গু জ্বর ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হতে পারে

কালের সংবাদ ডেস্কঃ  চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫০০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫০৩ জনে। একদিনে আরও দু’জনের মৃত্যু হয়েছে। আর জুন মাসের ২৪ দিনে মারা গেছেন ২৯ জন।

হাসপাতালে ভর্তি হওয়া ৫০০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪১৭ জন এবং ঢাকার বাইরে ৮৩ জন।

চলতি বছরের এ পর্যন্ত ৬ হাজার ৮৩৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ২৯৪ জন। অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছেন ৬ জন, ফেব্রুয়ারিতে আক্রান্ত ১৬৬ জন এবং মারা গেছেন ৩ জন, মার্চে ভর্তি রোগীর সংখ্যা ১১১ জন এবং এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৩ জন এবং মারা গেছেন দু’জন। মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ৪ হাজার ৮১৭ জন এবং মারা গেছেন ২৯ জন।

Leave a Reply

Your email address will not be published.