সচেতন হই ডেঙ্গু জ্বরে

কালের সংবাদ ডেস্কঃ ডেঙ্গু রোগীর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০ জনে।

একদিনে আরও দুই জনের মৃত্যু হয়েছে। জুন মাসের এই কয়েকদিনে ১৩ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জনে।

গতকাল সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১৮০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫০ জন এবং ঢাকার বাইরে ৩০ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১৮০ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৫০ জনে।

ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৫২৮ জন এবং ঢাকার বাইরে ১২২ জন।

এ পর্যন্ত ৩ হাজার ৩৯০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৭১৪ জন।

অধিদপ্তরের তথ্য মতে, মে মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬ জন এবং মারা গেছেন ২ জন। জুন মাসে ১ হাজার ৩৬৮ জন এবং মারা গেছেন ১৩ জন।

Leave a Reply

Your email address will not be published.