বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে ভবিষ্যতেও কাজ করবে

কালের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সম্পর্ক আরও সুদৃঢ় করতে ভারতে উচ্চশিক্ষা গ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘মৈত্রী’ ভবিষ্যতেও কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা।তিনি বলেন, ‘বাংলাদেশের যেসব শিক্ষার্থী ভারতে পড়াশোনা শেষ করে দেশে ফিরে বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে কাজ করছেন, তারা দুই দেশের মধ্যে জীবন্ত সেতুর মতো।’

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের ওল্ড ইন্ডিয়া হাউজে মৈত্রীর পুনর্মিলনী অনুষ্ঠানে হাইকমিশনার এসব কথা বলেন। ভারতীয় হাইকমিশনের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ‘মৈত্রী’। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন সফল প্রাক্তনীরা। পূজা সেনগুপ্তর নির্দেশনায় নৃত্য পরিবেশন করে তুরঙ্গমী নৃত্যদল। সংগীত পরিবেশন করেন মনিরা ইসলাম গুরুপ্রিয়া। ২০১৭ সালের ৩০ নভেম্বর আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে মৈত্রী।

Leave a Reply

Your email address will not be published.