-রমজানে সিন্ডিকেট-
কবি- মোহাম্মদ আককাস আলী
মাহে রমজানের চাঁদ উঠেছে
খুশিতে নাচছে মুমিন মুসলমান।
হাসছে সিন্ডিকেটের ঝান্ডা নিয়ে
কালোবাজারি মজুতদার।
ফন্দি ফিকির করছে ওরা
কোটি টাকার ব্যবসা নিয়ে ভাবছে তারা;
ওরে কালোবাজারি মজুদকারবারি
তোরাও তো মরবি
এত টাকাকড়ি কি করবি?
কেন লোভ-লালোসার রোষানলে
কষ্ট দিস্ রোজাদারদের মনে।
কত টাকা কড়ি গাড়ি বাড়ি
হলে তোরা শান্ত হবি
মানুষের মুখের গ্রাস নিয়ে
করিস না আর ছলচাতুরি।
রমজান এলেই বাড়িয়ে দিস্
নিত্যপণ্যের দাম;কষ্ট হলেও
রোজাদারেরা রাখে রোজার মান।
দিন যায় বছর আসে রমজান মাসে
কেন দিস না খুলে সিন্ডিকেটের তালা
তোদের শায়েস্তা করবে আল্লাহ্তাআলা।