২৪ এপ্রিল শপথ নেবেন নতুন ২২তম রাষ্ট্রপতি

কালের সংবাদ ডেস্কঃ নতুন রাষ্ট্রপতির অপেক্ষায় বঙ্গভবন। ২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল সোমবার শপথ নেবেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহাবুদ্দিন। বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তাঁর শপথ গ্রহণের মধ্য দিয়ে বিদায় জানানো হবে টানা ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদকে।

দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘসময় এবং সফলভাবে দায়িত্ব পালনকারী মো. আবদুল হামিদের উত্তরসূরি মো. শাহাবুদ্দিন।

নতুন রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায়ী রাষ্ট্রপতিকে বিদায় জানাতে প্রস্তুত বঙ্গভবন। বাংলাদেশ সৃষ্টির পর এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে বড় ধরনের সংবর্ধনা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ মন্ত্রিসভার সদস্যগণ, রাজনীতিবিদ, সশস্ত্র বাহিনী প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিদেশি কূটনীতিক, শীর্ষ ব্যবসায়ী সংগঠনের নেতা, সামাজিক ও সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে ইতোমধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। শপথ অনুষ্ঠানে ১ হাজার ২৩৮ জনকে দাওয়াতপত্র পাঠানো হয়েছে। বিদায়ী রাষ্ট্রপতিও তৃণমূল থেকে উঠে আসা একজন বিচক্ষণ রাজনীতিবিদ, আবার নতুন রাষ্ট্রপতিও তৃণমূল থেকে গড়ে ওঠা রাজনীতিক।

দুজনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য।

Leave a Reply

Your email address will not be published.