ঈদ যাত্রা

কালের সংবাদ ডেস্কঃ ঈদযাত্রার চতুর্থ দিনেও কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

রাজধানীসহ সড়কের কোথাও কোথাও ছিল যানজট। সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়ে যায়।

বিকালে কারখানা ছুটি হওয়ায় চাপ আরও বাড়তে থাকে যানজট।

গতকাল ঈদুল আজহার ছুটি শুরু হওয়ায় ঘরমুখো মানুষের বাস টার্মিনালগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। আবার বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছে ঘরমুখো মানুষ। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়া যাত্রীরা অবস্থান নেয় বিভিন্ন ছাউনির নিচে।

ঈদযাত্রায় সড়ক ও নৌপথের বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। গতকাল এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অনতিবিলম্বে এ ভাড়া নৈরাজ্য বন্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের তৎপরতা বাড়ানোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.