কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত রাসেদুল হাসান

এ আর রাকিবুল হাসান, কুড়িগ্রামঃ প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় এ বছর শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন মো. রাসেদুল হাসান। তিনি কুড়িগ্রাম সদর উপজেলায় কর্মরত রয়েছেন। একই সঙ্গে নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সোমবার(২৫ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সাংবাদিকদের নিশ্চিত করেন।

তিনি জানান, নিজের অর্থায়নে শিক্ষার্থীদের মিড-ডে মিলের ব্যবস্থা করাসহ শিক্ষায় অবদান রাখায় ফুলবাড়ী উপজেলার মনিরের ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজার রহমান শ্রেষ্ঠ সভাপতি ও একই উপজেলার রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ আব্দুল আজিজ শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ইউআরসি নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে ইউএনও মোঃ রাসেদুল হাসান বলেন, দুই বছর ধরে এ উপজেলায় কাজ করছি। চেষ্টা করছি শিক্ষা নিয়ে কাজ করার। সদরের যাত্রাপুরে একটি স্কুল প্রতিষ্ঠা করেছি। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা উপকরণ ও শিক্ষারমান উন্নয়নের জন্য কাজ করেছি।

Leave a Reply

Your email address will not be published.