দেশের প্রতি দায়িত্ব বোধ থেকে বলা

মাহমুদুল হাসান, গাজীপুরঃ বাংলাদেশের নাগরিক অধিকার বোধ ও কর্তব্য রচনার এক নতুন মাত্রা তৈরি করবো আজ। হয়তোবা সবার দৃষ্টিতে একটু সামাজিক দায়িত্ব বোধ নিয়ে একটু হলেও নাড়া দিতে পারবো,,, আশা করি এটি সকলের জীবন দশায় কাজে লাগবে,,, বাংলাদেশের নাগরিক অধিকার ও কর্তব্য রচনা রাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের নাগরিক বলা হয়,, যারা রাষ্ট্র প্রদত্ত সকল সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালন করে তারাই নাগরিক। নাগরিকের মর্যাদা দিতে গিয়ে আমরা বলি নাগরিক অধিকার বলে।

বাংলাদেশের নাগরিক অধিকার ও কর্তব্য:-
সামাজিক ব্যবস্থা অনুযায়ী এটা বিশ্লেষণ করতে গেলে কয়েকটি বিভক্ত করতে হয়। যা অনুসার যথা এমন

(১)নাগরিক অধিকার (২) রাজনৈতিক অধিকার (৩) অর্থনৈতিক অধিকার (৪)নাগরিক দায়িত্ব বোধ বা কর্তব্য,, ইত্যাদি।

১. সামাজিক অধিকার :-
ক. জীবনধারণের অধিকার
খ. চলাফেরার অধিকার
গ. সম্পত্তি ভোগের অধিকার
ঘ. চুক্তি করার অধিকার
ঙ. মতামত প্রকাশের অধিকার
চ. সংবাদপত্রের স্বাধীনতার অধিকার
ছ. সভা-সমিতির অধিকার
জ. ধর্মীয় অধিকার
ঝ. আইনের চোখে সমান অধিকার
ঞ. পরিবার গঠনের অধিকার
ট. ভাষা ও সংস্কৃতির অধিকার
ঠ. খ্যাতি লাভের অধিকার

২. রাজনৈতিক অধিকার :-
ক. স্থায়ীভাবে বসবাস করার অধিকার
খ. নির্বাচনের অধিকার
গ. সরকারি চাকরি লাভের অধিকার
ঙ. বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার
চ. সরকারের সমালোচনা করার অধিকার

৩. অর্থনৈতিক অধিকার :-
ক. কর্মের অধিকার
খ. ন্যায্য মজুরি লাভের অধিকার
গ. অবকাশ লাভের অধিকার
ঘ. শ্রমিকসংঘ গঠনের অধিকার

৪.নাগরিকের কর্তব্য
ক. রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা

খ. আইন মান্য করা
গ. সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করা
ঘ. নিয়মিতভাবে কর প্রদান করা
ঙ. রাষ্ট্রের সেবামূলক কাজে অংশগ্রহণ করা
চ. সন্তানদের সুশিক্ষিত করা
ছ. আন্তর্জাতিক ক্ষেত্রে দায়িত্ব পালন করা

৫.নাগরিক অধিকার ও কর্তব্যের সম্পর্ক :
ক. অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক মাত্র
খ. অধিকার ও কর্তব্যের পরিধি পরস্পরকে সীমাবদ্ধ করে
গ. একজনের অধিকার অন্যজনের কর্তব্য
ঘ. অধিকার ও কর্তব্য সমাজবোধ হতে উদ্ভূত
ঙ. রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করলে নাগরিক অধিকার পাওয়া যায় নাগরিক যোগ্যতা অর্জন।

উপরোক্ত বিষয় গুলো, যে গুলো আমরা রাষ্ট্র কে আমরা নিশ্চিত করতে পারি দায়িত্ব বোধে,,এতে প্রতি টা মানুষের সুশিক্ষা কে আরো দৃঢ়তায় রুপ দিতে হবে,,, সবাইকে সবার জায়গা থেকে সব এই কর্তব্য গুলো আগে নিশ্চিত করতে হবে,,,এতে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে,,,আশা রাখি এসবে আমরা এগিয়ে সবাই সবার বিবেগ বোধ এর তাগিদে,,,,

Leave a Reply

Your email address will not be published.