বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে দুঃস্থ দের মধ্যে কোরবানীর গোস্ত বিতরন

রাফি চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: প্রচন্ড ঝড়বৃষ্টিতেও থেমে ছিলো না বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের উদ্যোগে কোরবানীর গোস্ত বিতরণ, Bewarish Seba Foundation টিমের সদস্যদের জন্য আজকের দিন্টা ছিলো খুব চ্যালেঞ্জর,সারাদিন ঝড়বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে নোয়াখালির চরাঞ্চলের একটা গ্রাম,বেদে পল্লী,এবং ভূমিহীন গুচ্চ গ্রামের মানুষদের মাঝে সর্বমোট

৩ গ্রামের প্রায় আড়াইশ এর অধিক পরিবারের মাঝে ২ কেজি করে গোস্ত ঘরে ঘরে বিতরণ করা হয়েছে।

মানবিক শওকত পিপিএম এর টিম নিজেদের সুখ আনন্দ বিসর্জন দিয়ে দুঃস্হদের মুখে হাসি ফুটাতে বৃষ্টিতে ভিজে ভিজে এমন কিছু মানুষের কাছে মাংস পৌছে দিয়েছে যারা কোরবানীর দিনেও সারাদিন মাংস চোখেও দেখেনি।

বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের কর্মীরা মাংস দেওয়ার পর রান্না করে তৃপ্তি সহকারে খেয়েছে। বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার ফেরিওয়ালা আনোয়ার হোসেন, মানবিক শওকত পিপিএম, সাথে মানবিক শওকত টিমে বৃষ্টিতে ভিজে ভিজে মাংস বিতরণ করে গরীবদের মুখে হাসি ফুটিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published.