”রক্তাক্ত ভাত”

”রক্তাক্ত ভাত”
লেখিকা- নূরজাহান নীরা 
আনিসুর রহমান, বেনাপোল প্রতিনিধ-
বাংলাদেশের অতন্দ্র প্রহরী একজন রইসউদ্দিন।
নিজের বুকে লালিত স্বপ্নগুলো সীমান্তে ঘুরে ঘুরে ফেরি করে বেড়িয়েছে
জীবনের সব রাতগুলোকে বিক্রি করে
দুমুঠো ভাতের সন্ধান দিয়েছিল পরিবারে।
যাপিত রাতের দীর্ঘশ্বাস মিশে যেতো দু’দেশের মাঝে গড়ে ওঠা কাঁটাতারের বেড়ায়
কুচক্রী কালাবাজারীর চক্র রোধে
রাতের আঁধার ঠেলে ধরে ছিল পথ
যে পথে এসে মিশেছে সেই কাঁটাতারের তীক্ষ্ণ তীর
অতন্দ্র প্রহরীর বাঁধায় ক্ষিপ্ত হয় দাদারা টেনেহেঁচড়ে নিয়ে যায় বাংলার সীমানা ছেড়ে
ঝাঁজড়া করে দেয় বুক
সীমান্তে একজন প্রহরী ক্ষণিকেই হয়ে ওঠে লাশ।
যে লাশের ছবি আগেই দেখেছে বাংলার চোখ
কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর দেহ থেকে ফোঁটা ফোঁটা রক্ত গড়িয়ে ভিজেছে একবুক মানচিত্র।
বাঁচার আকুতি বিদীর্ণ করেছে ফেলানীর বুক থেকে ঐ আকাশ, কাঁপেনি শুধু দাদাদের বুক।
ফোঁটা ফোঁটা রক্ত দিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছিল ছোট্ট ফেলানী।
আজকে রইসউদ্দিন সেদিনের ফেলানি
দুজনের স্বপ্নই কাঁটাতারে ঝুলেছে
ভিজেছে সীমান্ত বুকের রক্তে
যে রক্ত প্রবাহিত ছিলো ভাতের খোঁজে
দু’মুঠো রক্তাক্ত ভাত।

Leave a Reply

Your email address will not be published.