সদরঘাটে লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটে-ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট

কালের সংবাদ ডেস্কঃ  রাজধানীর সদরঘাটে ময়ূর-৭ নামে ঢাকা-চাঁদপুরগামী লঞ্চে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

শুক্রবার (৩০ জুন) সকাল ১১টার দিকে এ আগুন লাগে। আগুন লাগা লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান, লঞ্চটি দাঁড়ানো অবস্থায় ছিল। এতে কোনও যাত্রী ছিল না। লঞ্চের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ১২ ইউনিট সেখানে চলে গেছে। পরে আরও একটি ইউনিট যুক্ত হয়।

ফায়ার সার্ভিসের সদর দপ্তর, সদর ঘাট, সদর ঘাট (নদী) এবং সূত্রাপুর থেকে ইউনিটগুলো লঞ্চের আগুন নেভাতে গেছে বলে জানিয়েছেন আনোয়ার হোসেন। তবে এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

নৌ পুলিশের সদরঘাট থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ধনঞ্জয় গণমাধ্যমকে জানান, লঞ্চটি চাঁদপুর ঘাটে ভিড়ানো ছিল। আগুন লাগার সময় লঞ্চে কোনও যাত্রী ছিল না।

 

Leave a Reply

Your email address will not be published.