সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহ পালনে র‌্যালী ও আলোচনা সভা

তছলিম উদ্দীন সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: “ভরবো মাছে মোদের দেশ,গড়ব স্মার্ট বাংলাদেশে” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর সাপাহারে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাপাহার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজন, বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেল নির্বাহী অফিসার মাসুদ হোসেন। মাছ চাষে দারিদ্রতা বিমোচন, আমিষের অভাব পুরন সর্বপরি বৈদেশিক মুদ্রা অর্জনে বিষেশ ভুমিকার উপর গুরুত্ব রেখে স্বাগত বক্তব্য প্রদান করেন সাপাহার উপজেলা মৎস্য কর্মকর্তা মোসা: রোজিনা খাতুন।এর পর ডিমওয়ালা মা’মাছ ও পোনা নিধনের উপর গুরত্ব রেখে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার র্ভাচ্যুয়ালী প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বিষেশ অতিথি হিসেবে সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, অফিসার ইনচার্জ (ওসি) পলাশ দেব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, ভাইস চেয়ারম্যান নইমুদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: ফাইমা খাতুন, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ বক্তব্য প্রদান করেন। বক্তব্য শেষে মাছ চাষে বিশেষ ভুমিকা রাখার জন্য বেশ কয়েকজন মৎস্য চাষী ও ব্যবসায়ীকে পুরস্কৃত করা হয়। এর আগে অনুষ্ঠানের প্রারাম্ভে উপজেলা পরিষদ চেয়াম্যান নির্বাহী অফিসার এর নেতৃত্বে মৎস্যজীবী, মৎস্য চাষী ও মৎস্য ব্যবসায়ীদের সমন্বয়ে এক বর্ণ্যাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

Leave a Reply

Your email address will not be published.